দাম ১০ হাজার টাকার কম, সেরা পাঁচটি Oppo স্মার্টফোন দেখে নিন

সস্তার স্মার্টফোন মানেই তাতে ফিচারের কমতি আছে – এমনটা ভেবে একটি কম দামি হ্যান্ডসেট কিনতে আমরা অনেকেই ভরসা পাই না। যদিও এই ভাবনা সঠিক নয়! Xiaomi, Realme-এর মতো ব্র্যান্ড বাজেট রেঞ্জে ফিচারে ঠাসা একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে। এছাড়া আরেক জনপ্রিয় ব্র্যান্ড, Oppo-ও এমন কয়েকটি সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে, যেগুলিতে অত্যাধুনিক ফিচার রয়েছে। Oppo-র এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ভিত্তিক ওএস, উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও বড় ডিসপ্লে পাওয়া যাবে। তবে নজরকাড়া স্পেসিফিকেশন থাকা সত্বেও, ফোনগুলির দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম‌। এই প্রতিবেদনে আমরা Oppo-র সেরা ৫টি‌ বাজেট স্মার্টফোনের বিষয়ে আপনাদেরকে জানাবো।

১০,০০০ টাকার নিচে উপলব্ধ সেরা Oppo স্মার্টফোনের তালিকা

Oppo A33 : ওপ্পো এ৩৩ স্মার্টফোনে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। এটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর দ্বারা চালিত। আর অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটি কালারওএস ৭.২ (ColorOS 7.2) ভার্সনে কাজ করবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এতে ট্রিপল-রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর রয়েছে। আর প্রাইভেসি বজায় রাখতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : Oppo A33 স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯০ টাকা।

Oppo A15 : অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালারওএস ৭.২ (ColorOS 7.2) ভার্সন দ্বারা চালিত ওপ্পো এ১৫ স্মার্টফোনে, ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফি করার জন্য এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা আছে, এগুলি হলো- ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার । আর সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। পূর্ববর্তী মডেলের মতো এতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ১০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমেত ৪,২৩০ এমএএইচ -এর একটি ব্যাটারি থাকছে।

দাম : Oppo A15 স্মার্টফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯০ টাকা। আর, ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯০ টাকা।

Oppo A5s : অ্যান্ড্রয়েড ভিত্তিক কালারওএস ৫.২ (ColorOS 5.2) ভার্সন দ্বারা চালিত ওপ্পো এ৫এস স্মার্টফোনে, ৬.২ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৫২০ পিক্সেল) ইন-সেল ডিসপ্লে রয়েছে। অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২৫ প্রসেসরের সাথে সজ্জিত হয়ে আসা এই স্মার্টফোনে, ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বর্তমান। ক্যামেরার কথা বললে, এতে ডুয়েল-রিয়ার ক্যামেরা (১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৪,২৩০ এমএএইচ পাওয়ারের পাওয়ারফুল ব্যাটারি।

দাম : Oppo A5s স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯০ টাকা।

Oppo A12 : ওপ্পো এ সিরিজের এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৯ ভিত্তিক কালারওএস ৬.১ (ColorOS 6.1) ভার্সন দ্বারা চালিত। এতে, ৬.২ ইঞ্চির এইচডি প্লাস ৯৭২০x১,৫২০ পিক্সেল) TFT ডিসপ্লে দেখা যাবে। এই হ্যান্ডসেটে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সমেত ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। আর সেলফি তোলার জন্য ইউজাররা এতে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। পূর্ববর্তী মডেলের মতো এতেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৪,২৩০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

দাম : Oppo A12 স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯০ টাকা। আর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৯,৯৯০ টাকা।

Oppo A11k : ওপ্পো এ১১কে স্মার্টফোনে, ৬.২ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৫২০ পিক্সেল) ডিসপ্লে আছে। এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে। ছবি তোলার জন্য ফোনে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ একটি ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। একই সাথে, সেলফি ক্লিক করার জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে।

দাম : Oppo A11k স্মার্টফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯০ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

60 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

1 hour ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago