One-Moto Electa: উচ্চ-গতির বৈদ্যুতিক স্কুটার ভারতে লঞ্চ হল, একটানা 150 কিমি পর্যন্ত দৌড়বে

ব্রিটিশ প্রিমিয়াম ইভি ব্র্যান্ড One-Moto ভারতে Electa নামে একটি  উচ্চগতির ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। দেশের  এটি সংস্থাটির তৃতীয় মডেল। যা মোট পাঁচটি রঙয়ের বিকল্পে এসেছে। প্রধানত  তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই এই বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে ব্রিটিশ সংস্থাটি। আসুন One-Moto Electa-র স্পেসিফিকেশন, ফিচার, ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

One-Moto Electa: স্পেসিফিকেশন ও ফিচার

ইলেক্টা (Electa) সহ সংস্থার আরও দুটি স্কুটারও একটি মোবাইল অ্যাপ্লিকেশন ‘ওয়ান-অ্যাপ’ (One-App) দ্বারা সংযুক্ত করা যায়। এর ফলে জিও-ফেন্সিং (Geo-fenching), ইন্টারনেট এবং ব্লুটুথ ছাড়াও অন্যান্য কার্যকারিতা মেলে। অন্যদিকে এতে রয়েছে ৭২ ভোল্ট এবং ৪৫ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি, যা স্কুটারটি থেকে বিচ্ছিন্ন করা যায়। মাত্র ৪ ঘন্টায় এটি সম্পূর্ণ চার্জ হবে। তবে একবার সম্পূর্ণ চার্জে এটি একটানা ১৫০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম।

এর ভারোত্তোলন ক্ষমতা ১৫০ কেজি। যে ৫টি রঙয়ের বিকল্প বেছে নেওয়া যাবে সেগুলি হল – ম্যাট ব্ল্যাক, সাইনি ব্ল্যাক, ব্লু, রেড এবং গ্ৰে। অন্যান্য ফিচারস এর মধ্যে এতে রয়েছে অ্যানালগ ডিসপ্লে, দুই চাকাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং অপশনাল ক্রোম আপগ্রেড। এছাড়াও প্রিমিয়াম ই-স্কুটারটির মোটর, কন্ট্রোলার এবং ব্যাটারিতে ৩ বছরের ওয়ারেন্টি দেবে কোম্পানি।

One-Moto Electa: মোটর

ওয়ান-মোটো ইলেক্টা বৈদ্যুতিক স্কুটারটিতে রয়েছে ৪ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কিউএস ব্রাশলেস ডিসি হাব মোটর। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি।

One-Moto Electa: দাম

ভারতের বাজারে প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারটির দাম ২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। প্রসঙ্গত, নভেম্বরে One-Moto Commuta ও Byka স্কুটার দুটি লঞ্চ করা হয়েছিল।

One-Moto Electa প্রসঙ্গে সংস্থার ভারতীয় শাখা সিইও শুভঙ্কর চৌধুরী (Shubhankar Chaudhry) বলেছেন, “ভারত ইলেকট্রিক ভেহিকেলকে স্বাগত জানাচ্ছে। তাই আমরা সেরা মানের প্রোডাক্ট নিয়ে আসার বিষয়ে মনোনিবেশ করছি।”