BSNL আনলো ১০০ টাকার কমে দুটি প্ল্যান, তিন মাস ভ্যালিডিটি সহ কল, ইন্টারনেট সুবিধা

একের পর এক নতুন প্ল্যান নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। কোম্পানিটি কয়েকদিন আগেই ৫৯৯ টাকার একটি প্ল্যান এনেছিল, যার ভ্যালিডিটি ছিল ৬০০ দিন। আর…

একের পর এক নতুন প্ল্যান নিয়ে আসছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। কোম্পানিটি কয়েকদিন আগেই ৫৯৯ টাকার একটি প্ল্যান এনেছিল, যার ভ্যালিডিটি ছিল ৬০০ দিন। আর আজ BSNL ১০০ টাকার কমে আরও দুটি প্ল্যান আনলো। এই প্ল্যানে ডেটা, কলিং ও পার্সোনালাইজড রিং ব্যাক টোন সুবিধা মিলবে। বিএসএনএল এই দুই প্ল্যানকে Plan Advance 94 এবং Plan Advance 95 নামে এনেছে। আসুন এই দুই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানি।

BSNL ৯৪ টাকার ও ৯৫ টাকার প্ল্যান :

প্রথমেই বলে রাখি বিএসএনএল এর ৯৪ টাকার ও ৯৫ টাকার প্ল্যানের সুবিধা একই। কেবল ৯৪ টাকার প্ল্যানে প্রতি মিনিট হিসাবে কল চার্জ করা হবে। সেখানে প্রতি সেকেন্ড হিসাবে চার্জ করা হবে ৯৫ টাকার প্ল্যানে। দুটি প্ল্যানেই কোম্পানি ৩ জিবি ডেটা ও ১০০ ফ্রি মিনিট অফার করছে। এই প্ল্যানদুটির ভ্যালিডিটি ৯০ দিন।

ফ্রি মিনিটের সাহায্যে দিল্লী মুম্বাই সহ আপনি সমস্ত সার্কেলে লোকাল ও এসটিডি কল করতে পারবেন। আবার ৩ জিবি ডেটাও ৯০ দিন ধরে ব্যবহার করতে পারবেন। মোট ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে হবে ৪০ কেবিপিএস। আবার ১০০ মিনিটের পর ৯৪ টাকার প্ল্যানে লোকাল কলের জন্য প্রতি মিনিটে ১ টাকা চার্জ করা হবে। আবার এখানে এসটিডি কলের জন্য দিতে হবে প্রতি মিনিটে ১.৩ টাকা।

অন্যদিকে ৯৫ টাকার প্ল্যানে লোকাল কলের জন্য প্রতি সেকেন্ডে ০.০২ পয়সা এবং এসটিডি কলের জন্য ০.০২৪ পয়সা চার্জ করা হবে। দুটি প্ল্যানেই ৬০ দিনের জন্য ফ্রি কলার টিউন সুবিধা মিলবে। অর্থাৎ সাবস্ক্রিপশন ও গান বাছাই করার জন্য কোনো অর্থ দেওয়ার দরকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *