কেনার জন্য হুড়োহুড়ি, Redmi-র বেস্ট সেলিং স্মার্টফোনগুলি দেখে নিন

ভারতে, Xiaomi-এর সাব-ব্র্যান্ড, Redmi-এর স্মার্টফোনগুলির চাহিদা ব্যাপক। স্মার্টফোন বিক্রির নিরিখে রেডমি ভারতে অন্যান্য ব্র্যান্ডকে অনেক পেছনে ফেলেছে। এক্ষেত্রে Xiaomi তাদের Mi ব্র্যান্ডের অধীনে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনলেও, সব শ্রেণীর মানুষের কথা কথা মাথায় রেখে রেডমি ব্র্যান্ডের অধীনে এন্ট্রি-লেভেল থেকে মিড-রেঞ্জ সেগমেন্ট পর্যন্ত স্মার্টফোন লঞ্চ করা থাকে। উদাহরণস্বরূপ আমরা Redmi 8, Redmi 9, Redmi Note 9 এবং লেটেস্ট Redmi Note 10 সিরিজের ফোনগুলির কথা বলতে পারি। আজ আমরা এই প্রতিবেদনে রেডমির ‘বেস্ট-সেলিং’ হ্যান্ডসেটগুলি নিয়ে আলোচনা করবো, যাদের দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। এই ফোনগুলি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং Amazon থেকে পাওয়া যাবে।

২০,০০০ টাকার কমে কিনে নিন এই সেরা Redmi স্মার্টফোনগুলি

আপনার বাজেট যদি অল্প হয়, তাহলে Redmi 9 স্মার্টফোনটি কিনতে পারেন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে কিনতে খরচ পড়বে ৮,৯৯৯ টাকা। এছাড়া, Redmi Note 9 এবং Redmi 9A স্মার্টফোন দুটিও কম দামের মধ্যে ভালো বিকল্প হতে পারে। সেক্ষেত্রে, Redmi Note 9 -এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা রাখা হয়েছে। আর, Redmi 9A ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৭,৭৯৯ টাকায় বিক্রি হয়।

অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত Redmi 9 Prime ফোনের দামও থাকছে ৯,৯৯৯ টাকা। অন্যদিকে, নোট ১০ সিরিজের বেস মডেল, Redmi Note 10 ফোনটি ই-কমার্স সাইটগুলিতে ১২,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এটি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। একই ভাবে, Redmi Note 10S স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১৪,৯৯৯ টাকায়, আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১৫,৯৯৯ টাকায় নিজের করা যাবে।

ফ্লিপকার্টে, Redmi 8A Dual স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৮,২৯৯ টাকায় এনালিস্ট করা হয়েছে। অন্যদিকে, Redmi 8 -এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে আপনারা ১০,৮৯০ টাকায় কিনে নিতে পারবেন। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে আসা Redmi Note 9 Pro স্মার্টফোনকে ১৫,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। আবার, Redmi Note 10 Pro-এর দাম শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে। এদিকে Redmi Note 10 Pro Max হ্যান্ডসেটের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৯,৯৯৯ টাকায় কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন