Bajaj Dominar নাকি Triumph Speed? 2.5 লাখের মধ্যে কোন বাইক আপনার জন্য সেরা

সম্প্রতি ভারতে ট্রায়াম্ফ (Triumph) তাদের সবচেয়ে সস্তার রোডস্টার মোটরসাইকেল Speed 400 লঞ্চ করেছে। ব্রিটিশ সংস্থার এই টু-হুইলারটি এদেশে বাজাজ অটো (Bajaj Auto)-র সাথে যৌথভাবে তৈরি করা হয়েছে। লঞ্চের কয়েকদিনের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে বাইকটি। এর দাম ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যদিও প্রথম ১০,০০০ ক্রেতাকে এটি ২.২৩ লক্ষ টাকায় কেনার সুযোগ দিচ্ছে ট্রায়াম্ফ ও বাজাজ। এদিকে এই দামের প্রায় সমান মূল্যে বাজাজের পোর্টফোলিওতে রয়েছে এক মোটরসাইকেল – Bajaj Dominar 400। এই প্রতিবেদনে বাইক দুটির মধ্যে তুলনা তুলে ধরা হল।

Triumph Speed 400 vs Bajaj Dominar 400 : ডিজাইন

ডিজাইন ও গোত্রের দিক থেকে দুটি বাইক সম্পূর্ণ আলাদা। Triumph Speed 400 একটি রেট্রা স্টাইলের রোডস্টার বাইক। দর্শনের দিক থেকে পেশীবহুল বাইকটি অনেকাংশেই Speed Twin 1200-কে অনুসরণ করেছে। এতে রয়েছে একটি সার্কুলার এলইডি হেডলাইট। অন্যদিকে Bajaj Dominar 400 হচ্ছে একটি বাল্কি স্পোর্টস টুরার মডেল। শার্প ডিজাইনের মোটরবাইক এটি।

Triumph Speed 400 vs Bajaj Dominar 400 : ইঞ্জিন

Speed 400-তে দেওয়া হয়েছে একটি ব্র্যান্ড নিউ ৩৯৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৪০ পিএস শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক পাওয়া যায়। মোটরের সাথে রয়েছে একটি স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ সমেত ৬-স্পিড গিয়ারবক্স। এতে দেওয়া হয়েছে রাইড-বাই-ওয়্যার, সুইচেবল ট্রাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস।

এদিকে Dominar 400-তে KTM-এর ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ৩৭৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড মোটর থেকে সর্বোচ্চ ৪০ পিএস শক্তি এবং ৩৫ এনএম টর্ক পাওয়া যায়। স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ সমেত এতেও উপস্থিত ৬-স্পিড গিয়ারবক্স।

Triumph Speed 400 vs Bajaj Dominar 400 : হার্ডওয়্যার

Speed 400-তে প্রিমিয়াম হার্ডওয়্যার দেওয়া হয়েছে। যেমন – ৪৩ মিমি বিগ পিস্টন ইউএসডি ফর্ক, এবং প্রিলোড অ্যাডজাস্টেবল গ্যাস চার্জড মোনোশক। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে উপস্থিত ৩০০ মিমি ফ্রন্ট এবং ২৩০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। এতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এর কার্ব ওয়েট ১৭৬ কেজি।

অন্যদিকে Dominar 400-তেও উপস্থিত ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল গ্যাস চার্জড মোনোশক। তবে ডুয়েল চ্যানেল এবিএস সহ এর সামনে ৩২০ মিমি এবং পেছনে ২৩০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এর কার্ব ওয়েট ১৯৩ কেজি।

Triumph Speed 400 vs Bajaj Dominar 400 : ফিচার্স ও দাম

Triumph Speed 400-তে রয়েছে একটি সেমি ডিজিটাল কনসোল, যেখানে Bajaj Dominar 400-তে উপস্থিত ফুল ডিজিটাল কনসোল। যদিও উভয় ডিসপ্লে কনসোলে একই তথ্য দেখাবে – স্পিডোমিটার, ট্যাকোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর ইত্যাদি। তবে দুটিতেই স্মার্টফোন কানেক্টিভিটি এবং নেভিগেশন অনুপস্থিত।

Speed 400-এর দাম ২.৩৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আবার প্রথম ১০,০০০ ক্রেতাকে এটি ২.২৩ লক্ষ টাকায় কেনার সুযোগ দেওয়া হচ্ছে। যেখানে Dominar 400-এর দাম ২.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বলাবাহুল্য, দামের বিচারে Speed 400 মডেলটিই ভ্যালু-ফর-মানি বাইক। একইসাথে ট্রায়াম্ফ নামের গুরুত্ব ও রাজকীয়তা তো আছেই।