Hybrid flying car: আকাশ পথের পাশাপাশি রাস্তাতেও চলবে, ভারতে আসছে হাইব্রিড গাড়ি

টেকনোলজির হাত ধরে একের পর এক অসম্ভব সম্ভবে পরিণত হয়ে চলেছে। উন্নতির চরম শিখরে পৌঁছেছে গোটা বিশ্ব। একসময় হয়ত কোনো কিছুই মানুষের অধরা থাকবে না। যেমন আগামী কয়েক বছরের মধ্যে দেখা যাবে হাইব্রিড ফ্লাইং কার (hybrid flying car), যা আকাশ পথের পাশাপাশি রাস্তাতেও চলবে। ইতিমধ্যেই এই গাড়ির প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছে একাধিক মোটর প্রস্তুতকারী কোম্পানি। এই গাড়িটি যাত্রী পরিবহনের সাথে পণ্য পরিবহনেও ব্যবহার করা যাবে। ভারতেও খুব শীঘ্রই আসতে চলেছে গাড়িটি।

এই হাইব্রিড ফ্লাইং কারের বিষয়ে ভারতের অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, তিনি Vinata AeroMobility নামক একটি দলের সাথে দেখা করেছেন এবং এই জাতীয় গাড়ির সম্পর্কে খতিয়ে দেখেছেন। এটি এশিয়ার সর্বপ্রথম হাইব্রিড ফ্লাইং কার বলেও আশা করা হচ্ছে। সিন্ধিয়া এ প্রসঙ্গে আরো বলেছেন, একবার এই গাড়ি বাস্তবে চালু হলে এটি যাত্রী এবং পণ্য পরিবহণ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হবে। একই সাথে এটিকে ওষুধ এবং জরুরী পরিষেবা প্রদানের ক্ষেত্রেও ব্যবহার করা হবে।

হাইব্রিড ফ্লাইং কার (হাইব্রিড ইলেকট্রিক VTOL)-এর স্পেসিফিকেশন

চর্চিত এই অটোনমাস হাইব্রিড ইলেকট্রিক VTOL গাড়িটি চালু হলে তা কেবলমাত্র দু’জন যাত্রী পরিবহন করতে পারবে বলে গাড়িটির প্রস্তুতকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে। গাড়িটি একটি co-axial কোয়াড রটর সিস্টেম দ্বারা পরিচালিত হবে, যেটি আটটি ফিক্সড পিচ প্রপেলার এর সাথে আসবে এবং এটিকে শক্তি জোগাবে আটটি BLDC মোটর। বায়োফুয়েল এর দ্বারা চলবে এই গাড়িটি।

হাইব্রিড ইলেকট্রিক VTOL গাড়ির ইঞ্জিন

এই গাড়িটি ১,৩০০ কেজি ওজন বহন করতে সক্ষম। এটি ৬০ মিনিট পর্যন্ত একভাবে ১২০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে আকাশে উড়তে পারবে। একবার জ্বালানি ভর্তি করা হলে ১০০ কিমি পথ পাড়ি দেবে। এটি ৩,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। নিরাপত্তার দিক থেকে গাড়িটির একটি মোটর খারাপ হলেও এতে থাকা অন্যান্য মোটর এবং প্রপেলার একে সুরক্ষিতভাবে উড়িয়ে নিয়ে যেতে সক্ষম বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, দিনদিন রাস্তায় গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে তা থেকে মুক্তি পেতেই আকাশ পথকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে মজার বিষয় হলো এই গাড়িটি আকাশে যেরকম উড়তে পারবে একইভাবে রাস্তাতেও চলতে সক্ষম। এই সুযোগ সুবিধাগুলি গাড়িটির গ্রহণযোগ্যতা অধিক বাড়িয়ে তুলেছে এবং ভবিষ্যতের পথ দিশারির কাজ করবে এটি। উল্লেখ্য, সাউথ কোরিয়ান অটো প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই শহরে যাতায়াতের জন্য এধরনের উড়ন্ত গাড়ির ধারণা আগেই জানিয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন