চীন থেকে স্মার্টফোন এনে ভারতে চাহিদা পূরণ করবে Xiaomi ও Oppo

গতমাসে লকডাউন শিথিল হয়ে যাবার পরেও ইলেকট্রনিক্স কোম্পানিগুলি সেরকমভাবে বড় মাত্রায় প্রোডাকশন শুরু করতে পারেনি। এমত অবস্থায় ভারতীয় মার্কেটের চাহিদা পূরণে চীন থেকে ফোন আমদানি করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। চীনের বিখ্যাত দুটি মোবাইল ব্র্যান্ড Oppo এবং Xiaomi এই কারণেই চীন থেকে মোবাইল ফোন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। একজন সিনিয়র ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ জানিয়েছেন যে, গত ৩ বছর থেকে এই কোম্পানিগুলি ভারতেই প্রোডাকশন করছে, কিন্তু বর্তমানে বাড়তে থাকে চাহিদা পূরণ করার জন্য চীন থেকে ফোন আমদানি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।

ল্যাপটপ এবং ডিশওয়াশারেরে মত প্রোডাক্টের চাহিদা খুবই দ্রুত হারে বাড়তে শুরু করেছে এবং এগুলির বিক্রি আগের থেকেও বহুগুণে বেড়ে গিয়েছে। এই কারণে গত ২,৩ সপ্তাহে কোম্পানীগুলি জিনিসপত্র আমদানির পরিমাণ দ্বিগুণ করে দিয়েছে। মার্কেটে চাহিদা ছাড়াও প্রবাসী শ্রমিকদের অনুপস্থিতি এবং করোনা ভাইরাসের কারণে থমকে থাকা জীবনযাত্রার কারণে এই প্লান্টে সোশ্যাল ডিস্ট্যান্স মেনে খুবই ধীরে ধীরে কাজ হচ্ছে। পাশাপাশি প্রায় ২২ শতাংশ ইমপোর্ট ডিউটির কারণে কোম্পানিগুলি শুরুতেই লোকসানের সম্মুখীন হচ্ছে।

অপ্পোর গ্রেটার নয়ডার ফ্যাক্টরিটি কিছুদিন আগে বন্ধ করতে হয়েছিল, যার কারণ ছিল সেখানে কর্মরত একজন শ্রমিকের করোনা ভাইরাস সংক্রমণ। যদিও এই প্লান্টে আরো একবার প্রোডাকশন শুরু করা হয়েছে তবে বর্তমানে প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা আগের থেকে মাত্র ৩০% হয়ে গিয়েছে। এই প্লান্টে রিয়েলমি এবং ওয়ানপ্লাস এর মত ব্র্যান্ডের স্মার্টফোনও তৈরি করা হয়। তাই এই দুটি ব্র্যান্ডও আমদানির পথ ধরতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই ব্যাপারটি পরিষ্কার যে, যতদিন না প্রোডাকশন আবার ঠিক ভাবে চালু হচ্ছে ততদিন অবধি চীন থেকে প্রোডাক্ট আমদানি হতে থাকবে।

মার্কেট এক্সিকিউটিভ জানিয়েছেন যে, Xiaomi নিজের সম্পূর্ণ প্রোডাকশনের মাত্র ৪০-৪৫ শতাংশ প্রোডাক্ট তৈরি করতে পারছে। Vivo এবং বাকি কোম্পানিগুলিও একই রকম অবস্থায় রয়েছে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন যে, তারা সেফটি রেগুলেশন মেনে প্রোডাকশন শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি ভারতে বর্তমানে সবথেকে বেশি চাহিদা মিডরেঞ্জার স্মার্টফোনের এবং এই স্মার্টফোনগুলি সবথেকে কম পাওয়া যাচ্ছে ভারতীয় মার্কেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *