Xiaomi 11T Pro 5G ভারতে পা রাখল, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ পাবেন স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

Xiaomi 11T Pro 5G প্রত্যাশামতো আজ ভারতে লঞ্চ হল। Hyperphone ট্যাগ লাইনের সাথে আসা এই ফোনটি গত সেপ্টেম্বরে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। আবার Xiaomi 11T Pro 5G ফোনে পাওয়া যাবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে হারমান কার্ডন টিউনড ডুয়েল স্টেরিও স্পিকার বর্তমান, যার সাথে আবার ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। আসুন Xiaomi 11T Pro 5G ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Xiaomi 11T Pro 5G ভারতে দাম ও সেল অফার

শাওমি ১১টি প্রো ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। আবার ফোনটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪১,৯৯৯ টাকা ও ৪৩,৯৯৯ টাকা। ফোনটি সেলেশিয়াল ম্যাজিক, মেটাওরিট গ্রে, এবং মুনলাইট হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

আজ দুপুর ২টো থেকে Xiaomi MiT Pro 5G ফোনটি Amazon, Mi.com, Mi Home stores, Mi Studio-এর মাধ্যমে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে Citi Bank-এর কার্ডধারীরা ৫,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া অতিরিক্ত ৫,০০০ টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেবে সংস্থা।

Xiaomi 11T Pro 5G স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, শাওমি ১১টি প্রো ৫জি ফোনে আছে ১২০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ (১০৮০ x ২৪০০ পিক্সেল) ১০ বিট ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,০০০ নিটস পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট করবে। সুরক্ষার জন্য এই ডিসপ্লের উপর পাওয়া যাবে গরিলা গ্লাস ভিক্টাস।

পারফরম্যান্সের জন্য Xiaomi 11T Pro 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে এড্রেনো ৬৬০ জিপিইউ। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ এসেছে। আবার ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ফোনটি ১৭ মিনিটে ফুল চার্জ হবে।

Xiaomi 11T Pro 5G ফোনের ব্যাক প্যানেলের ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৫ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং অটোফোকাস সহ ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা সেন্সর। এই ক্যামেরায় টাইম ল্যাপস, সিনেম্যাটিক ফিল্টার ও অডিও জুম সাপোর্ট করবে। আবার এতে ৩০ এফপিএস-এ ৮কে (8K) ভিডিও রেকর্ড করা যাবে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরায় সেলফি নাইট মোড সাপোর্ট করবে। Xiaomi 11T Pro ফোনে হারমন কর্ডন টিউনড ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যায় যাবে। নিরাপত্তার জন্য এই ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।

ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ২০৪ গ্রাম।