২৪ হাজারের Moto Edge 50 Neo পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজারে, হাতছাড়া করবেন না

Motorola কোম্পানির সাম্প্রতিক স্মার্টফোনগুলির মধ্যে একটি অন্যতম বাজেট-ফ্রেন্ডলি এবং ফিচার সম্পন্ন হ্যান্ডসেট Moto Edge 50 Neo। ২০২৫ সালে এই স্মার্টফোন দারুন টক্কর দিচ্ছে অন্যান্য কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোনগুলিকে। তবে আপনি যদি স্মার্টফোন আপগ্রেড করার কথা ভাবেন, তাহলে এটা ভালো সুযোগ হতে পারে। কারণ ২৩,৯৯৯ টাকার Moto Edge 50 Neo পাওয়া যাচ্ছে প্রায় ১১ হাজার টাকায়। এই স্মার্টফোনের ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের উপর রয়েছে ছাড়।

Motorola Edge 50 Neo : ছাড় ও অফার

গত বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে Motorola Edge 50 Neo। এই ফোনের বিক্রি শুরু হয়েছিল ২৩,৯৯৯ টাকায়। এই স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য ভেগান লেদার ব্যাক প্যানেল। সেল চলাকালীন, Flipkart এ ৩০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এই ফোনের উপর। যার ফলে দাম মাত্র ২০,৯৯৯ টাকায় নেমে এসেছে।

এর পাশাপাশি Flipkart-এর ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নিলে আপনি আরও টাকা সাশ্রয় করতে পারবেন। Flipkart Axis Bank এর ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। আর যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে কেনেন তাহলে সর্বাধিক ১০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে, অর্থাৎ ডিভাইসটি আপনি ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

Motorola Edge ৫০ Neo : স্পেসিফিকেশন

এই স্মার্টফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি LTPO POLED ডিসপ্লে যার পিক ব্রাইটনেস ৩০০০ নিটস। অপারেটিং সফ্টওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। পারফরম্যান্সের জন্য মজুত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, যা ১২ জিবি পর্যন্ত RAM এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে রয়েছে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে ১০ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে সেলফি ও ভিডিয়ো কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।