Jawa 350: রয়্যাল এনফিল্ডের গল্প শেষ! 2 লাখে চোখধাঁধানো বাইক লঞ্চ করল জাওয়া

রেট্রো বাইকের রাজা Royal Enfield-কে টেক্কা দিতে Jawa চেষ্টার কসুর করছে না। সংস্থাটির ঝুলিতে থাকা নিও-রেট্রো বাইকগুলির মধ্যে অন্যতম Jawa স্ট্যান্ডার্ড। বাজার কাঁপাতে আজ প্রচুর আপডেটের সঙ্গে মোটরসাইকেলটির নতুন ভার্সন লঞ্চ করেছে সংস্থা। Jawa 350 নামে আসা নতুন আপডেটেড মডেলের দাম রাখা হয়েছে ২.১৪ লক্ষ টাকা (এক্স শোরুম)। অর্থাৎ আগের ভার্সনের তুলমায় অতিরিক্ত ১২,০০০ টাকা গুনতে হবে গ্রাহকদের। আরও শক্তিশালী ইঞ্জিন, নতুন চ্যাসিস, চওড়া টায়ার, দীর্ঘ হুইলবেস সহ প্রচুর চমকের সঙ্গে এসেছে Jawa 350।

2024 Jawa 350: ইঞ্জিন স্পেসিফিকেশন

Jawa 350-এর মেইন হাইলাইট ৩৩৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ২২.৫ বিএইচপি ক্ষমতা এবং ২৮.২ এনএম টর্ক তৈরি করতে পারে এই ইঞ্জিন। ট্রান্সমিশন সিস্টেমে গিয়ারের সংখ্যা ছয়। অ্যাডভান্সড ফিচার হিসেবে থাকছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

2024 Jawa 350: আকার-আয়তন

নতুন লঞ্চ হওয়া Jawa 350-এর ভিতরে বড় ইঞ্জিন রাখার জন্য ডাবল ক্রেডেল চ্যাসিস মডিফাই করা হয়েছে। আগে যেখানে হুইলবেসের দৈর্ঘ্য ছিল ১৩৬৮ মিমি, বর্তমানে তা বেড়ে হয়েছে ১৪৪৯ মিমি। কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল গ্রাহকদের থেকে। এতদিন পর্যন্ত ভূমির থেকে চ্যাসিসের উচ্চতা ছিল ১৬৫ মিমি। সেই সমস্যার সমাধানে নতুন ভার্সনে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়ে হয়েছে ১৭৮ মিমি। সিটের উচ্চতা ৮০২ মিমি।

2024 Jawa 350: টায়ার ও অন্যান্য পরিবর্তন

আগেই বলেছি Jawa 350-এর অন্যতম বড় সংযোজন চওড়া টায়ার। সামনের দিকে ১০০/৯০ সেকশনের এবং পিছনের দিকে ১৩০/৮০ সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। চওড়া টায়ার হওয়ার কারণে এখন থেকে স্টেবিলিটি অনেকটাই উন্নত হয়েছে। তবে চাকার সাইজ অপরিবর্তিত থাকছে। চ্যাসিসে পরিবর্তন কিংবা চওড়া টায়ারের ব্যবহার ও নতুন ইঞ্জিন এই সবকিছুর দৌলতে Jawa 350-কিন্তু পূর্বের তুলনায় ১২ কেজি ভারী। এখন ওজন ১৯৪ কেজি (কার্ব)।

যন্ত্রাংশের বদলের পাশাপাশি বাইকটির ডিজাইনেও সুক্ষ্ম আপডেট চোখে পড়ে। নতুন ফেন্ডার সহ কিছু কসমেটিক পরিবর্তন রয়েছে আপডেট ভার্সনে। সব মিলিয়ে ছিপছিপে চেহারা থেকে Jawa 350 কিন্তু বর্তমানে খানিকটা স্থূল চেহারায় আত্মপ্রকাশ করেছে। উপরন্তু মেরুন এবং ব্ল্যাক পেইন্ট স্কিমের পাশাপাশি এতে মিষ্টিক অরেঞ্জ নামের আরও একটি নতুন রং সংযুক্ত করা হয়েছে। ভারতের বাজারে Jawa 350-এর প্রধান প্রতিপক্ষ Royal Enfield Classic 350 এবং Honda CB350।