Smart Shirt: আপনার হৃদস্পন্দন পরিমাপ করতে বাজারে আসছে বিশেষ জামা

এই দুনিয়ায় টিকে থাকতে গেলে অস্তিত্বের জন্য চিরকাল সংগ্রাম করে যেতে হবে – একথা তো আমাদের বহুদিন আগে থেকেই জানা। কিন্তু বর্তমানে বেঁচে থাকার মূলমন্ত্র হল, ক্যাবলা থাকলে আর চলবে না, স্মার্ট হতে হবে। সত্যিই প্রযুক্তির উন্নয়নের সুবাদে মানুষের পাশাপাশি সমস্ত যন্ত্রই এখন স্মার্ট হয়ে গেছে। ফোন, টিভি, ওয়াচ সহ আরও একাধিক ডিভাইসের আগে ‘স্মার্ট’ শব্দটি যুক্ত হয়েছে। এককথায় বললে, স্মার্ট ডিভাইস ছাড়া এখন আমাদের দৈনন্দিন জীবনযাপন প্রায় অচল।

কিন্তু প্রযুক্তির উত্তরোত্তর উন্নয়ন আমাদের আগামী দিনে এমন অনেক জিনিস উপহার দিতে পারে, যার কথা হয়তো আমরা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারব না। আর তাই ওয়্যারেবেল টেকনোলজির উন্নয়নের পরবর্তী পদক্ষেপ হিসেবে সকলকে চমকে দিতে এবার মার্কেটে আসতে চলেছে ‘স্মার্ট শার্ট’ (Smart Shirt), যা আপনার হৃদস্পন্দন পরিমাপ করতে পারবে! হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বৈদ্যুতিন ডিভাইসের পাশাপাশি এবার জামাকাপড়ের ক্ষেত্রেও স্মার্ট শব্দটির আবির্ভাব ঘটতে চলেছে, এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে জোরকদমে কাজ চলছে। আসুন জিনিসটি ঠিক কীরকম হবে সে সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

‘স্মার্ট শার্ট’ জিনিসটি ঠিক কী?

রাইস বিশ্ববিদ্যালয়ের ল্যাব একটি স্মার্ট শার্ট তৈরি করেছে, যা পরিবাহী ন্যানোটিউব থ্রেড ব্যবহার করে হৃদযন্ত্রের হার অর্থাৎ আপনার হৃদস্পন্দন পরিমাপ করতে পারে। ব্রাউন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এর কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ল্যাবের ইঞ্জিনিয়ার মাত্তেও পাসকোয়ালি (Matteo Pasquali) ন্যানোটিউব ফাইবারকে অ্যাথলেটিক ওয়্যারে সেলাই করে এই শার্টটি তৈরি করেছেন। এই ওয়্যারেবেলটির সাহায্যে তিনি হৃদস্পন্দন পর্যবেক্ষণ করতে এবং শার্ট পরা ব্যক্তির ক্রমাগত ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (EKG) নিতে সক্ষম হয়েছেন।

কীভাবে এই স্মার্ট শার্ট তৈরি করা হবে?

গবেষকদের মতে, এই শার্টের তন্তুগুলি অবশ্যই ধাতব তারের মতোই পরিবাহী তবে খুব নরম এবং আরামদায়ক। ইউজার ওয়াশিং মেশিনে এই শার্টটি খুব সহজেই ধুতে পারবেন। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে গবেষকরা আরও বলেছেন, থ্রেডগুলো এমন যে সাধারণ সুতোর মতো মেশিন থেকে সেলাই করে কাপড়ে রূপান্তরিত করা যায়। এর জিগজ্যাগ স্টিচিং প্যাটার্ন ফ্যাব্রিককে স্ট্রেচ করতে সহায়তা করে এবং তাই ফ্যাব্রিকটি ছিঁড়ে যাবে না। ভবিষ্যতে ত্বকের সঙ্গে আরও মসৃণ সংস্পর্শের জন্য এই শার্টে কার্বন ন্যানোটিউব থ্রেডের আরও নিবিড় প্যাচ ব্যবহার করা হতে পারে বলে এই গবেষণার প্রধান লেখক রাইস গ্র্যাজুয়েট ছাত্র লরেন টেলর (Lauren Taylor) জানিয়েছেন।

আপনি কীভাবে এটি ব্যবহার করতে পারেন?

এই শার্টটি আপনার বুকে স্পর্শ করার সাথে সাথে, এটি আপনার হৃদস্পন্দন পরিমাপ করবে এবং আপনার ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (EKG) ক্রমাগত নিতে থাকবে। মজার ব্যাপার হল, ফাইবারগুলি কেবল পরিধানকারীর ত্বকের সাথে দৃঢ় বৈদ্যুতিক সংযোগই (steady electrical contact) সরবরাহ করে না, বরং ব্লুটুথ ট্রান্সমিটারের মতো ইলেকট্রনিক্সকে স্মার্টফোনে ডেটা রিলে করতে বা একটি হোল্টার মনিটরের সাথে কানেক্ট করতে ইলেকট্রোড হিসেবেও কাজ করবে, যা ব্যবহারকারীর পকেটে রাখা যেতে পারে। এছাড়াও গবেষকদের মতে, ফ্যাব্রিকে বোনা তন্তুগুলি অ্যান্টেনা বা LED এম্বেড করতেও ব্যবহার করা যেতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন