পরিবেশ কে বাঁচাতে প্রোডাক্ট ডেলিভারির জন্য ২ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করবে Flipkart

পরিবেশ কে বাঁচাতে ভারত সহ বিভিন্ন দেশের সরকার এখন ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছে। ভর্তুকি সহ বিভিন্ন সুবিধা পাওয়ায় জনগণও ইলেকট্রিক গাড়ির প্রতি…

পরিবেশ কে বাঁচাতে ভারত সহ বিভিন্ন দেশের সরকার এখন ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছে। ভর্তুকি সহ বিভিন্ন সুবিধা পাওয়ায় জনগণও ইলেকট্রিক গাড়ির প্রতি ভরসা দেখাচ্ছে। ইতিমধ্যেই শোনা গেছে ইউরোপে গত জুলাইয়ে বিক্রির নিরিখে পেট্রোল চালিত গাড়িকে ছাপিয়ে গেছে ইলেকট্রিক ভেহিকেল (EV) একাধিক গাড়ি নির্মাতা সিদ্ধান্ত নিয়েছে সুদূর ভবিষ্যতে কেবল ইলেকট্রিক কার বাজারে আনার। এবার এই বিপ্লবেই নিজেদের আরও ব্যাপকভাবে শামিল করতে চলেছে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart)-ও।

Walmart-এর মালিকানাধীন Flipkart বুধবার ঘোষণা করেছে যে, তারা আসন্ন উৎসবের মরসুম এবং বিগ বিলিয়ন ডেজ (Big Billion Days) সেলের আগে তাদের প্রোডাক্ট ডেলিভারির জন্য ২,০০০ টিরও বেশি বৈদ্যুতিক যানবাহন মোতায়েন করবে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, ভারতের ৯০টি শহর জুড়ে এই ২,০০০ টি বৈদ্যুতিক দু-চাকার এবং তিন চাকার গাড়ি ব্যবহার করা হবে, যা আসন্ন এই উৎসবের মরসুমে সকল সম্প্রদায়ের মানুষের মুখে নিরন্তর হাসি ফোটাতে সহায়তা করবে। এই শহরগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু, দিল্লি/এনসিআর, মুম্বাই, চেন্নাই, ওয়াইধন, হায়দ্রাবাদ, বিদিশা, শাজাপুর, ঝাবুয়া, পুনে, সোনাই, মহীশূর এবং রামপুর। 

উল্লেখ্য যে, যাবতীয় ডেলিভারি ভেহিকেলকে ১০০ শতাংশ বৈদ্যুতিক করার লক্ষ্যে এই বছরের শুরুতে ফ্লিপকার্ট, The Climate Group-এর সাথে হাত মিলিয়ে ২০৩০ সালের মধ্যে তাদের সাপ্লাই চেইনে ২৫,০০০ EV মোতায়েন করার প্রতিশ্রুতি দিয়েছিল। সাম্প্রতিক ঘোষণাটি এই পদক্ষেপের বাস্তবায়নের দিকে বেশ ভালোরকম ইঙ্গিত করছে। তবে পরিবেশ সুরক্ষার জন্য ইলেকট্রিক ভেহিকেল (EV) মোতায়েন করার পাশাপাশি সংস্থাটি প্লাস্টিক বর্জনের দিকেও মনোনিবেশ করেছে। সেজন্য Flipkart-এর ৭৫ শতাংশেরও বেশি শিপমেন্ট এখন টেকসই প্যাকেজিংয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এর জন্য খরচ কিছুটা বাড়লেও সংস্থাটি সেই বিষয়টি তার পার্টনারদের সঙ্গে সমঝোতা করে নিয়েছে, কিন্তু পরিবেশ সুরক্ষার সঙ্গে কোনোরকম আপোষ করতে তারা রাজি নয়।

আসন্ন উৎসবের মরসুম উপলক্ষে Flipkart-এর আগাম এই পরিবেশবান্ধব ঘোষণা নিঃসন্দেহে প্রশংসনীয়। সংস্থাটি যে গ্রাহকদের মনোরঞ্জন, ছোটো-বড়ো বিভিন্ন মাপের ব্যবসার আর্থিক উন্নতির পাশাপাশি পরিবেশ সুরক্ষার দিকেও নজর রাখছে, তা আমাদের দেশের সার্বিক উন্নতির জন্য যথেষ্ট অর্থবহ। প্রসঙ্গত, আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে Flipkart Big Billion Days সেল, যা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই সেলে একাধিক ক্যাটাগরির প্রোডাক্টের ওপর আকর্ষণীয় ছাড় এবং সেইসাথে ব্যাংক অফারের সুবিধাও পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন