Global Technology Summit 2022: ভারত প্রযুক্তিতে হবে আরও শক্তিশালী, শুরু হচ্ছে সপ্তম গ্লোবাল টেকনোলজি সামিট

আজ অর্থাৎ ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সপ্তম গ্লোবাল টেকনোলজি সামিট বা জিটিএস (GTS)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের ১লা ডিসেম্বর…

আজ অর্থাৎ ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সপ্তম গ্লোবাল টেকনোলজি সামিট বা জিটিএস (GTS)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালের ১লা ডিসেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নয়া দিল্লিতে হাইব্রিড ফর্ম্যাটে এটি অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হচ্ছে ‘জিওপলিটিক্স অব টেকনোলজি’।

জানিয়ে রাখি, গ্লোবাল টেকনোলজি সামিট বা জিটিএস (GTS) হল জিওটেকনোলজির উপর ভারতে আয়োজিত একটি প্রধান বার্ষিক অনুষ্ঠান। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কার্নেগি ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। এটি ২০১৬ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারের ইভেন্টে প্রযুক্তি, সরকার, নিরাপত্তা, মহাকাশ, স্টার্টআপ, ডেটা, আইন, জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, শিক্ষাবিদ, অর্থনীতি ইত্যাদি বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা প্রযুক্তি এবং এর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্থাপন এবং আলোচনা করবেন। এর মধ্যে ভবিষ্যতের প্রযুক্তির সুবিধা ও চ্যালেঞ্জ, স্থায়িত্ব, প্রযুক্তিতে উদীয়মান ভূ-রাজনীতি, ভারতের জি-২০ প্রেসিডেন্সির জন্য ধারণাও অন্তর্ভুক্ত থাকবে।

GTS 2022-এ যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান, নাইজেরিয়া, ব্রাজিল, ভুটান, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভূ-ডিজিটাল এবং এর প্রভাব সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *