একদম সস্তা ফোনের জন্য এবার Android 11 আপডেট আনলো গুগল

কয়েকদিন আগেই Google অফিসিয়ালি লঞ্চ করেছে Android 11। যারপরে প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা তাদের বিটা প্রোগ্রাম রেজিস্ট্রেশন শুরু করেছে। Realme, OnePlus, Xiaomi এর কিছু…

কয়েকদিন আগেই Google অফিসিয়ালি লঞ্চ করেছে Android 11। যারপরে প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা তাদের বিটা প্রোগ্রাম রেজিস্ট্রেশন শুরু করেছে। Realme, OnePlus, Xiaomi এর কিছু কিছু ফোন এখন অ্যান্ড্রয়েড ১১ বিটা ভার্সন ব্যবহার করতে পারবে। তবে এত গেল মিড রেঞ্জ বা ফ্ল্যাগশিপ ফোনের কথা। আজ গুগল গো প্ল্যাটফর্মে চলা সস্তা ফোনের জন্যও Android 11 (Go edition) লঞ্চ করলো।

নতুন অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) আগের তুলনায় ফোনের অ্যাপকে ২২ শতাংশ দ্রুত চালু করবে। এরসাথে Android 11 এর মূল এডিশনের মত এখানেও সমস্ত মেসেজিং অ্যাপ থেকে আসা নোটিফিকেশন একটি নোটিফিকেশন সেকশনে জমা হবে। আবার ফোনের সিকিউরিটিও বাড়বে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) বিভিন্ন অ্যাপ্লিকেশনকে এককালীন অনুমতি দেবে, যার মানে হল আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন কেবল তখনই সেটি আপনার ফোনের মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন ইত্যাদি অ্যাক্সেস করতে পারবে।

এর সাথে গুগল এই অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) এ কিছু জেসচারও যুক্ত করেছে। আবার এখানে অ্যাপ সুইচ এর সুবিধা থাকবে। সাথে Files App এর মধ্যে Safe Folder এর সুবিধা পাওয়া যাবে। যেখানে আপনি ইচ্ছামত ফাইল লুকিয়ে রাখতে পারবেন। এছাড়াও ৪ ডিজিট পিন ব্যবহার করা যাবে।

আপনাকে জানিয়ে রাখি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) এ সেই সব ফোনগুলি চলে যেগুলির র‌্যাম ২ জিবি বা তার কম। এগুলি এন্ট্রি লেভেল স্মার্টফোন হয়। কম স্টোরেজের জন্য এইসব ফোনগুলিকে কোনো অ্যাপের মূল ভার্সন ভালো ভাবে কাজ করেনা। সেইজন্যই গুগল এই সব ফোনগুলির জন্য আলাদা ভাবে গো এডিশন নিয়ে এসেছে। যেখানে সমস্তকিছুর লাইট ভার্সন উপলব্ধ হবে।