Samsung এর ক্যামেরা প্রযুক্তির বিবর্তন দেখার মতো, নতুন স্মার্টফোনের ফিচারে বড় আপগ্রেড

স্যামসাং (Samsung)-এর S-সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিকে নিয়ে ইতিমধ্যেই টেকপাড়া সরগরম হতে শুরু করেছে। Galaxy S23 সিরিজের উপস্থিতি বাজারে মাত্র কয়েকমাস হলেও, এখন থেকেই আগামী মডেলগুলির স্পেসিফিকেশন সম্পর্কে বহু তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। তবে সিরিজের টপ-এন্ড মডেল, Samsung Galaxy S24 Ultra-কে নিয়েই চর্চা একটু বেশি হচ্ছে। শোনা যাচ্ছে, ফোনটির ক্যামেরায় বড়সড় আপগ্রেড দেখা যাবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Ultra-এ থাকতে পারে ৫x অপটিক্যাল জুম লেন্স

গ্যালাক্সি ক্লাব-এর রিপোর্ট অনুসারে, স্যামসাং একটি ৫x অপটিক্যাল জুম লেন্সের সাথে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এর জুম ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে। এই আপগ্রেডটি অর্জন করার জন্য, স্যামসাং বর্তমান ৩x টেলিফটো সেন্সরটি বাদ দেওয়ার কথা বিবেচনা করছে বলেও উল্লেখ করা হয়েছে। এই ৩x জুম সেন্সরটি বর্তমান প্রজন্মের মডেলে ১০x পেরিস্কোপ লেন্সের সাথে যুক্ত রয়েছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির এই পদক্ষেপ গ্যালাক্সি এস২১ আল্ট্রার হাত ধরে চালু ডুয়েল জুম সেন্সর সেটআপের বিদায়ের দিকে নির্দেশ করছে এবং আরও উন্নত জুম সিস্টেমের আগমনের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, স্যামসাংয়ের এস-সিরিজের স্মার্টফোনে ক্যামেরা প্রযুক্তির বিবর্তনলক্ষ্য করার মতো। উদাহরণস্বরূপ, স্যামসাং তাদের গ্যালাক্সি এস২০ আল্ট্রা মডেলের ৪x অপটিক্যাল জুম সহ ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের সৌজন্যে একটি যুগান্তকারী ১০০x ডিজিটাল জুম ক্যামেরা চালু করে। পরবর্তীকালে, গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা-এ ৫x অপটিক্যাল জুম এবং একটি চিত্তাকর্ষক ৫০x স্পেস জুম করতে সক্ষম একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে৷

আবার সাম্প্রতিক মডেলগুলির ক্ষেত্রে, অর্থাৎ Galaxy S21 Ultra, Galaxy S22 Ultra এবং Galaxy S23 Ultra-এ স্যামসাং দুটি টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত করেছে, প্রতিটি ১০ মেগাপিক্সেলের রেজোলিউশন অফার করে। এই সেটআপটির লেন্সগুলি ব্যবহার করে ৩x এবং ১০x অপটিক্যাল জুম করা সম্ভব। Galaxy S23 Ultra-এর লঞ্চের আগে পর্যন্ত S-সিরিজ সর্বাধিক স্পেস জুম ১০০x-এ সীমাবদ্ধ ছিল।

প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে, Galaxy S24 Ultra-র ট্রিপল ক্যামূরা সেটআপে ভেরিয়েবল জুম সহ নতুন টেলিফটো সেন্সর থাকবে। তবে পরবর্তী রিপোর্টগুলি ইঙ্গিত করে যে, স্যামসাং তার পরিকল্পনাগুলি পরিবর্তন করেছে এবং Galaxy S24 Ultra-এ বর্তমান প্রজন্মের মতোই কোয়াড ক্যামেরা কনফিগারেশন বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, Galaxy S24 Ultra-এ একটি ৫x অপটিক্যাল জুম ক্যামেরার সম্ভাব্য অন্তর্ভুক্তির বিষয়টি ফটোগ্রাফি প্রেমী এবং স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে সুসংবাদ হয়ে এসেছে। যেহেতু, স্যামসাং স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তির সীমানা অতিক্রম করে আরও উন্নততর হওয়ার পথে অগ্রসর হয়েছে, তাই আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসটি চিত্তাকর্ষক জুম ক্ষমতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে, ব্যবহারকারীরা এই ফোন দিয়ে দূর থেকে জটিল ডিটেইলস ক্যাপচার করতে পারবেন।