আরও সস্তা Vivo Y35, বিক্রি বাড়াতে দাম কমানোর সিদ্ধান্ত Vivo -র, নতুন মূল্য কত

Vivo তাদের গতবছরে লঞ্চ করা Vivo Y35 ফোনের দাম কমালো। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসা হ্যান্ডসেটটি ১৭,৪৯৯ টাকায় এতদিন পাওয়া যেত। তবে এখন থেকে Vivo Y35 আরও সস্তায় কেনা যাবে। ফিচারের কথা বললে স্লিক ডিজাইন ও কোয়ালকম প্রসেসর সহ এই ডিভাইসে পাওয়া যাবে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Vivo Y35 এর নতুন দাম

ভিভো ওয়াই৩৫ ফোনের আগে দাম ছিল ১৭,৪৯৯ টাকা। তবে এখন ৫০০ টাকা কমানো হয়েছে। ফলে ডিভাইসটির নতুন মূল্য ধার্য করা হয়েছে ১৬,৯৯৯ টাকা। ভিভো ইন্ডিয়া ই-স্টোর ও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে নতুন দামে ফোনটি কেনা যাবে।

শুধু তাই নয়, ICICI/HDFC/SBI ব্যাংকের কার্ড ব্যবহার করে Vivo Y35 কিনলে আরও ৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ ১৬,৪৯৯ টাকায় হ্যান্ডসেটটি নিজের করা যাবে।

Vivo Y35 এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই৩৫ স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে। এতে ৮ জিবি র‌্যাম দেওয়া হয়েছে। আর ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের সুপার নাইট ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকেহ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর

এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo Y35 ফোনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। ফোনটির সামনে দেখা যাবে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে চলে।