SBI-এর সাথে জোট বাঁধল Hero Electric, একটি ক্লিকেই লোন, 251 টাকার মাসিক কিস্তি, অতিরিক্ত ছাড়ও মিলবে

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র সাথে হাত মেলানোর কথা ঘোষণা করল হিরো ইলেকট্রিক (Hero Electric)। সংস্থার বৈদ্যুতিক স্কুটার যাতে আরও সহজ পদ্ধতিতে কেনা যায়, সেই লক্ষ্যেই এই জোট। সংস্থার তরফে জানানো হয়েছে, এসবিআই এর YONO ইউপিআই অ্যাপের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার কিনলে ২,০০০ টাকার ছাড় মিলবে।

হিরো ইলেকট্রিক (Hero Electric) এর সিইও সোহিন্দর গিল (Sohinder Gill) এই সম্পর্কে বলেছেন, “বর্তমানে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বৈদ্যুতিক স্কুটার কেনার পদ্ধতিটি সহজতর করতে এবং ভারতের বৃহত্তম ব্যাঙ্ক SBI-এর সাথে জোট বাঁধতে পেরে আমরা খুশি। পরিবেশবান্ধব যানবাহনের ক্ষেত্রে গতিশীলতা আনতে গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সুদের হার এবং অনন্য অফার দেওয়া হবে।”

গিল যোগ করেছেন, “গ্রাহকরা বৈদ্যুতিক টু-হুইলারে কিনতে হতে লোভনীয় ছাড় এবং স্কিমের জন্য মুখিয়ে রয়েছেন। আমরা স্টেট ব্যাঙ্কের বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে এবং আমাদের ডিলারশিপে গ্রাহকদের নির্ঝঞ্ঝাট পরিষেবা দিতে বদ্ধপরিকর।” ন্যূনতম নথিপত্র এবং কয়েকটি ক্লিকেই গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল উপায়ে লোনের জন্য আবেদন জানাতে পারবেন। এমনকি সংস্থার ৭৫০-এর অধিক টাচপয়েন্টে অফলাইন বা সরাসরি লোনের জন্য আবেদন করা যাবে।

অন্যদিকে, State Bank of India (SBI)-এর চিফ জেনারেল ম্যানেজার (পার্সোনাল ব্যাঙ্কিং বিজনেস) দেবেন্দ্র কুমার বলেছেন, “দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থার সাথে হাত মেলাতে পেরে এবং গ্রাহকদের আকাঙ্ক্ষা অনুযায়ী সর্বোৎকৃষ্ট ফিন্যান্সিংয়ের অফার দিতে পেরে আমরা আপ্লুত। YONO-তে “SBI Easy Ride”-এর মাধ্যমে এসবিআই-এর গ্রাহকরা তৎক্ষণাৎ লোন পেতে পারেন। প্রতি ১০,০০০ টাকায় চার বছরের জন্য ২৫১ টাকা মাসিক কিস্তিতে লোন নিতে পারেন গ্রাহকরা।”