OnePlus-এর সবচেয়ে সস্তা 3টি স্মার্টফোন, 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 5000mAh ব্যাটারি

সাশ্রয়ী মূল্যে OnePlus Nord CE 3 Lite 5G নাকি OnePlus Nord CE 2 Lite নাকি OnePlus Nord 2T আপনার কেনা উচিত জেনে নিন

চলতি মাসের প্রথমার্ধে ভারতে পা রেখেছিল OnePlus ব্রান্ডিংয়ের একটি সাশ্রয়ী মূল্যের 5G-এনাবল হ্যান্ডসেট, যার নাম OnePlus Nord CE 3 Lite 5G এবং এর দাম শুরু হয়েছে ১৯,৯৯৯ টাকা থেকে। এর আগেও সংস্থাটি বাজেট এবং মিড সেগমেন্টের অধীনে এমন কম দামের আরো দুটি 5G মডেল উন্মোচন করেছিল। যার মধ্যে একটি আবার OnePlus Nord CE 3 Lite 5G এর পূর্বসূরী অর্থাৎ OnePlus Nord CE 2 Lite। এটিকেও ২০,০০০ টাকারও কমে পাওয়া যায়। আর অন্যটি হল OnePlus Nord 2T, যা ৩০,০০০ টাকারও কমে উপলব্ধ। এক্ষেত্রে আপনারা যদি নতুন স্মার্টফোন কিনতে ইচ্ছুক থাকেন, তবে বাজেট এবং প্রয়োজন মাফিক ফিচারের নিরিখে উল্লেখিত মডেলগুলির মধ্যে একটিকে বেছে নিতে পারেন। চলুন ভারতীয় স্মার্টফোন বাজারে OnePlus ব্র্যান্ডিংয়ের সেরা তিনটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G হ্যান্ডসেটগুলি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

৩টি সেরা সাশ্রয়ী মূল্যের OnePlus ব্র্যান্ডিংয়ের 5G স্মার্টফোনের তালিকা

OnePlus Nord CE 3 Lite 5G: ১৯,৯৯৯ টাকা থেকে দাম শুরু

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ ৬.৭১-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৮০ নিটস পিক ব্রাইটনেস, ৯১.৪০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য ডিভাইসে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিনে রান করে। ছবি ও ভিডিও তোলার জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি‌ দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

OnePlus Nord CE 2 Lite 5G: দাম শুরু ১৮,৯৯০ টাকা থেকে

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে ৬.৫৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে৷ এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০২ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ২০:৯ এসপেক্ট রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর উপস্থিত। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনএস ১২.১ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ক্যামেরা বিভাগের কথা বললে, এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে ৩৩ ওয়াট ফাস্ট সুপারভোক চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের স্বল্প চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

OnePlus Nord 2T 5G: দাম শুরু ২৮,৯৯৯ টাকা থেকে

ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ-৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইলের এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। এই ফোন অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর সহ এসেছে এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ দ্বারা চালিত। ছবি তোলার জন্য ডিভাইসে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল – OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য উক্ত ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট সেন্সর রয়েছে। ৫জি কানেক্টিভিটির এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সমর্থন করে।