iQOO Neo 9 সিরিজের ফোন কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের, প্রথম দিনের বিক্রির নিরিখে পিছিয়ে পড়ল iQOO Neo 8

iQOO সম্প্রতি চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ Neo 9 লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে মোট দুটি মডেলে এসেছে, যথা – iQOO Neo 9 এবং Neo 9 Pro। উভয় ডিভাইসই – ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, AMOLED ডিসপ্লে, ফাস্ট চার্জিং প্রযুক্তির মতো একাধিক উল্লেখযোগ্য প্রিমিয়াম স্পেসিফিকেশন অফার করে। আগামীপরশু অর্থাৎ ৩০শে ডিসেম্বর থেকে এই সিরিজটি প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে বর্তমানে চীনের বাসিন্দারা iQOO Neo 9 এবং Neo 9 Pro ফোন দুটি প্রি-অর্ডার করার সুবিধা পাচ্ছেন।

iQOO আজ তাদের এই নয়া স্মার্টফোন সিরিজের প্রি-অর্ডার সংক্রান্ত ডেটা শেয়ার করেছে। যা দেখে মনে হচ্ছে, সিরিজের ফোন দুটি হোম মার্কেটে ব্যাপক চাহিদা তৈরী করেছে। কারণ, প্রি-বুকিং শুরু হওয়ার মাত্র এক ঘন্টার মধ্যেই iQOO Neo 9 সিরিজের যে পরিমাণ ইউনিট আগাম অর্ডার করা হয়েছে, তা পূর্বসূরি iQOO Neo 8-কেও ছাপিয়ে গেছে। আরো জানা গেছে, আগাম বুকিং শুরু হওয়ার প্রথম ৬০ মিনিটের মধ্যে পূর্বসূরির তুলনায় দ্বিগুণ ইউনিট বিক্রি হয়েছে iQOO Neo 9 স্মার্টফোন সিরিজের।

iQOO Neo 9 সিরিজের স্পেসিফিকেশন

আইকো নিও ৯ এবং আইকো নিও ৯ প্রো স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে OLED ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। উন্নত ভিউয়িং এবং গেমিং অভিজ্ঞতার জন্য ডিভাইসগুলিতে আইকো কিউ১ ডেডিকেটেড চিপ অন্তর্ভুক্ত। আবার নিরাপত্তার জন্য এই ফোনগুলির টাচস্ক্রিনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে। আবার পারফরম্যান্স প্রদানের জন্য সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার উচ্চতর, আইকো নিও ৯ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট। দুটি ফোনেই সর্বাধিক ১৬ জিবি LPDDR5 র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত UFS 4.0 স্টোরেজ মিলবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, iQOO Neo 9 সিরিজে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকছে। এক্ষেত্রে সহায়ক ক্যামেরা হিসাবে সিরিজের স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্টে যথাক্রমে ৮ মেগাপিক্সেল ও ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উভয় ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, দুটি হ্যান্ডসেটই ৬কে ভিসি লিকুইড কুলিং থ্রিডি হিট ডিসিপেশন সিস্টেম ও ডুয়েল স্পিকার সেটআপ সহ এসেছে। এছাড়া, আলোচ্য সিরিজে – এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, আইআর ব্লাস্টার এবং ওয়াই-ফাই ৭ কানেক্টিভিটি বিকল্পের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 9 এবং Neo 9 Pro ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,১৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।