The Rock: মাকে বহুমূল্য গাড়ি উপহার দিলেন হলিউড স্টার ‘দ্য রক’ ডোয়েন জনসন

সন্তান, সে মস্ত সেলিব্রিটি হোক বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, মায়ের চোখে সে কিন্তু আজীবন ছোটই থাকে। কোনো সন্তানের থেকেই হয়তো তেমনভাবে কিছুই পাওয়ার আশা করেন না কোন বাবা-মা’ই, খানিক স্নেহ আর শেষ বয়সে একটু পরিচর্যা ছাড়া। তবুও যদি কোনো সন্তান তাঁর বাবা-মাকে সামান্য কিছু উপহারও দেয়, সেটি হয় তাঁদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। এবারও ঠিক তেমনটাই হল, এটি মোটেই সামান্য পুরস্কার নয়। সম্প্রতি ডোয়েন জনসন (Dwayne Johnson), যিনি ‘দ্য রক’ (The Rock) নামেই অধিক পরিচিত, বড়দিন উপলক্ষ্যে তাঁর মাকে একটি নতুন Cadillac XT6 SUV গাড়ি উপহার দিলেন।

স্বভাবতই ডোয়েনের মা, এটা জনসন (Ata Johnson) গাড়িটি তাঁর সন্তানের থেকে উপহার স্বরূপ পেয়ে অতি আপ্লুত। যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ডোয়েন তাঁর মায়ের চোখ থেকে হাত সরিয়ে নিচ্ছেন, আর সামনেই রয়েছে সেই চমৎকার উপহারের ক্যাডিল্যাক এক্সটি৬ এসইউভি (Cadillac XT6 SUV) গাড়িটি। যার সামনে আবার দাঁড়িয়ে রয়েছে রকের দুই কন্যাও। সেই উপহারটি তাঁর মায়ের দৃষ্টিগোচর হতেই তিনি আবেগে উদ্বেলিত হয়ে ওঠেন। আনন্দে চোখে জল চলে আসে।

যদিও এটি দ্বিতীয় ক্যাডিল্যাক (Cadillac) গাড়ি, যা রক তাঁর মাকে দ্বিতীয়বারের জন্য উপহার  দিয়েছেন। এর আগেও তিনি এই একই সংস্থার গাড়ি দিয়েছিলেন তাঁর মাকে। এই প্রিমিয়াম মিডসাইজ এসইউভি গাড়িটির আমেরিকায় দাম ৫৫,০০০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪২ লক্ষ টাকা।

Video Credit: @therock

কী রয়েছে এই বিলাসবহুল উচ্চমূল্যের গাড়িটিতে? আমেরিকার বাজারে সর্বাধিক বিক্রিত এই ক্যাডিল্যাক এক্সটি৬ (Cadillac XT6)-এ আছে ২ লিটার টার্বো অথবা ৩.৬ লিটারের ভি৬ পেট্রোল ইঞ্জিন, যা থেকে ৩০৬ বিএইচপি শক্তি এবং ৩৬৭ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনকে যোগ্য সঙ্গত দিতে এতে রয়েছে ৯ গতির অটোমেটিক ট্রান্সমিশন। এছাড়াও এতে রয়েছে ফ্রন্ট এবং রিয়ার রেড ক্যাপিলার সহ ব্রোম্বো পারফরম্যান্স ফ্রন্ট ব্রেক।

এদিকে একসময়কার বিখ্যাত WWE যোদ্ধা এবং বর্তমানে হলিউড সুপারস্টার ডোয়েন জনসন গাড়ির প্রতি ভীষণই দুর্বল। তাঁর সংগ্রহে রয়েছে Ford F-150, Chevrolet Chevelle, Pagani Huayra, Ferrari LaFerrari, Lamborghini Huracan, Ford GT, Rolls Royce Wraith, Plymouth Prowler এবং Cadillac Escalade – এর মত নামিদামি সংস্থার বিলাসবহুল গাড়ি।