ভারতে আসতে পারে Honda 2021 Forza 350, ছুটবে ১৩৭ কিমি প্রতি ঘন্টায়

Honda কয়েকদিন আগেই Forza লাইন-আপের ম্যাক্সি স্কুটার 2021 Forza 750, 2021 Forza 350 এবং 2021 Forza 125-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। ডিজাইনের দিক থেকে স্কুটারগুলির…

Honda কয়েকদিন আগেই Forza লাইন-আপের ম্যাক্সি স্কুটার 2021 Forza 750, 2021 Forza 350 এবং 2021 Forza 125-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। ডিজাইনের দিক থেকে স্কুটারগুলির তাদের পূর্বসুরিদের মতো সাদৃশ্যযুক্ত তবে নতুন মডেল হিসেবে এগুলি কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছে। এর মধ্যে ২০২১ ফরজা ৩৫০ কে ভারতে লঞ্চ করার প্রবল সম্ভাবনা আছে। আসুন আকর্ষণীয় ডিজাইনের এই স্কুটার সম্পর্কে জেনে নিই।

2021 Forza 350 ম্যাক্সি স্কুটারে Euro V শ্রেনীভুক্ত ৩৩০ সিসি লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখানে Forza 300 স্কুটারে ছিল ২৭৯ সিসি ইঞ্জিন। সুতারাং ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিক থেকেও লক্ষণীয় আপগ্রেড দেখা যাচ্ছে।

স্কুটারটি এখন ৭,৫০০ আরপিএম-এ সর্বোচ্চ ২৮.৮ বিএইচপি শক্তি এবং ৫,২৫০ আরপিএম-এ ৩১.৫ এনএম পর্যন্ত টর্ক উৎপন্ন করতে পারে। এই স্কুটারে আপনারা পাবেন ভি-ম্যাটিক ট্রান্সমিশন। সিলিন্ডারের বোর এবং স্ট্রোক বাড়ানো ছাড়াও হোন্ডা এর ইঞ্জিনে হালকা ক্র্যাঙ্কশ্যাফ্ট, বড়ো ভালভ, নতুন এয়ারবক্স এবং এক্সহস্ট দিয়েছে। সেইসঙ্গে হোন্ডা এর ইঞ্জিন কভারও পুনরায় ডিজাইন করেছে৷ Forza 350-এর সর্বোচ্চ গতি এখন ১৩৭ কিমি/ঘন্টা।

2021 Forza 350 পুরানো Forza 300-এর আদলেই ডিজাইন করা হয়েছে। এর রিয়ার সাইড প্যানেলগুলি একেবারে নতুন এবং উইন্ডশীল্ডের দৈর্ঘ্যও একটু বাড়ানো হয়েছে। স্কুটারের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে আছে সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ, ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল উইন্ডশীল্ড, কিলেস ইগনিশন, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট, স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম এবং Honda’s Selectable Torque Control (HSTC)। এছাড়া এই স্কুটারের সিটের নিচে একটি বড় ফাঁকা জায়গা দেওয়া হয়েছে, যেখানে আপনারা দুটি হেলমেট রাখতে পারবেন। সেইসঙ্গে দেওয়া হয়েছে আলাদা বোতল রাখার জায়গা।

ফেব্রুয়ারিতে Forza 300-এর BS4 মডেল ভারতে সীমিত সংখ্যায় বিক্রী করা হয়েছিল। সেক্ষেত্রে হোন্ডা 2021 Forza 350 ভারতে লঞ্চ করতে পারে। ইউরোপীয় মার্কেটে আগামি বছরের প্রথমদিকে এটি বিক্রি শুরু হলেও, ভারতে একে লঞ্চ করা নিয়ে কোম্পানির তরফ থেকে এখনও কোনো শব্দ খরচ করা হয় নি। তবে আশা করা যায়, এটি ভারতেও আসবে।