Honda: দাপট বাড়াতে হোন্ডার চাল, এবার প্রিমিয়াম শোরুমে বিক্রি হবে কমদামি বাইক

হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া এবার থেকে বিগউইং শোরুম থেকে রেগুলার বাইক বিক্রি করবে। যেখানে আগে শুধু দামী প্রিমিয়াম বাইক ছাড়া অন্য মডেল উপলব্ধ ছিল…

হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া এবার থেকে বিগউইং শোরুম থেকে রেগুলার বাইক বিক্রি করবে। যেখানে আগে শুধু দামী প্রিমিয়াম বাইক ছাড়া অন্য মডেল উপলব্ধ ছিল না। সংস্থার এই সিদ্ধান্তের ফলে হর্নেট ২.০ ও সিবি২০০এক্স মডেল দু’টি বিগউইং ডিলারশিপে পাওয়া যাবে। বিক্রি বাড়ানোর পাশাপাশি প্রিমিয়াম শোরুমে ক্রেতাদের আগমন বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

হর্নেট ২.০ এখন বিগউইং শোরুমের সবচেয়ে সস্তা মডেলে পরিণত হয়েছে। উল্লেখ্য, হর্নেট ২.০ একটি স্ট্রিট বাইক যেখানে সিবি ২০০এক্স একটি অ্যাডভেঞ্চারের ট্যুরার। উভয় মডেল গত বছর আপডেট করা হয়েছে। মোটরসাইকেল দু’টি এখন দেখতেও বেশ আকর্ষণীয় ও ভাল পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি চালিয়েও আরাম।

দামের কথা বললে, হর্নেট ২.০ এবং সিবি ২০০এক্স মোটরসাইকেল যথাক্রমে ১.৩৯ লক্ষ ও ১.৪৭ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হয়। শুনলে অবাক হবেন, হোন্ডা হর্নেট ২.০ এবং হোন্ডা সিবি২০০এক্সএই দুই বাইকে একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ১৮৪.৪ সিসির সেই ভরসাযোগ্য ও শক্তিশালী সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বাধিক ১৭ বিএইচপি এবং ১৫.৯ এনএম টর্ক উৎপন্ন হয়।

বাইক দু’টি একই প্ল্যাটফর্মে নির্মিত। হর্নেট ২.০ এবং সিবি ২০০এক্স মডেলে সুন্দর হেডলাইট সেটআপের পাশাপাশি অ্যালয় হুইল, দুই চাকাতেই ডিস্ক ব্রেক, ফ্রন্টে আপসাইড ডাউন বা ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন রয়েছে।