Honda Fireblade: এপ্রিল ফুল নয় কিন্তু! ভারতে হন্ডার এই বাইকের দাম সত্যিই ১০ লক্ষ টাকা কমল

পয়লা এপ্রিল এই ধরনের হেডলাইন দেখলে বিশ্বাস হওয়ার কথাই নয়‌। কিন্তু বাস্তবেই এমনটা ঘটেছে। ভারতের বাজারে উপলব্ধ হন্ডার CBR1000RR-R সুপারবাইকের দাম একধাক্কায় ১০ লক্ষ টাকা…

পয়লা এপ্রিল এই ধরনের হেডলাইন দেখলে বিশ্বাস হওয়ার কথাই নয়‌। কিন্তু বাস্তবেই এমনটা ঘটেছে। ভারতের বাজারে উপলব্ধ হন্ডার CBR1000RR-R সুপারবাইকের দাম একধাক্কায় ১০ লক্ষ টাকা কমানো হল। তবে বাইকের যা দাম সেই তুলনায় এই মূল্যহ্রাস নগণ্য। কারণ Fireblade নামেও পরিচিত Honda CBR1000RR-R গত বছর নতুন সংস্করণে এ দেশে লঞ্চ হওয়ার সময় দাম প্রায় ৩৩ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল।

দাম কমানো নিয়ে হন্ডার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি‌। তবে ভারতে সংস্থার ওয়েবসাইটে নতুন মূল্য আপডেট করা হয়েছে। বর্তমানে Honda CBR1000RR-R এর ব্ল্যাক ও রেড ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৩.৭৪ লক্ষ এবং ২৪.২৬ লক্ষ টাকা (কলকাতার এক্স-শোরুম)।

Honda, Honda Cbr1000Rr-R, Honda Cbr1000Rr-R Engine, Honda Cbr1000Rr-R Price, Honda Cbr1000Rr-R Price Cut, Honda Cbr1000Rr-R Price Cut By Rs 10 Lakh, Honda Fireblade, হন্ডা

Honda CBR1000RR-R এর মূল ইউএসপি হল অসীম পাওয়ার। সুপারবাইকটির ১০০০ সিসি লিকুইড কুল্ড ইনলাইন ৪ ইঞ্জিন থেকে ১৪,৫০০ আরপিএমে ২১৪ এইচপি ক্ষমতা এবং ১২,৫০০ আরপিএমে ১১৩ এনএম টর্ক পাওয়া যায়‌। গিয়ারের সংখ্যা ছয়।

প্রসঙ্গত, Honda CBR1000RR-R এর অরিজিনাল দাম তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি ছিল। যেমন Kawasaki ZX-10R এর মূল্য ১৫.৮৩ লক্ষ টাকা। অন্য দিকে, Ducati Panigale V4 এবং Aprilia RSV4-এর মূল্য যথাক্রমে ২৩,৫০ লক্ষ এবং ২৩.৬৯ লক্ষ টাকা