বিক্রি তলানিতে, TVS এর কাছেও এবার মাথা নত করল Honda, ভাগ্য ফেরাতে আনছে নয়া 100cc বাইক

বিগত কয়েক মাসে টু-হুইলার বিক্রির ইঁদুর দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। ভারতের বৃহত্তম দু’চাকার গাড়ির সংস্থা হিরো…

বিগত কয়েক মাসে টু-হুইলার বিক্রির ইঁদুর দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। ভারতের বৃহত্তম দু’চাকার গাড়ির সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর প্রতি মাসের বিক্রির সাথে হোন্ডার বেচাকেনার ক্রমশই ব্যবধান বেড়েছে। যার ধারা ফেব্রুয়ারিতেও অব্যাহত। এমনকি গত মাসে তাদেরকে টপকে TVS দেশের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ডে পরিণত হয়েছে।

Honda-র টু-হুইলার বিক্রিতে ব্যাপক পতন

গত মাসে হোন্ডা মোট ২,৪৭,১৭৫ নতুন ক্রেতার হদিশ পেয়েছে। যেখানে গত বছর ফেব্রুয়ারিতে তাদের বিক্রির সংখ্যা ছিল ৩,১২,৬৫০ ইউনিট। ফলে গত মাসে বেচাকেনা ২১ শতাংশ পতনের সাক্ষী থেকেছে জাপানি টু-হুইলার ব্যান্ডটি। শুধু দেশের বাজারেই গত মাসে তাদের বিক্রি হয়েছে মোট ২,২৭,০৬৪টি বাইক ও স্কুটার। যেখানে আগের বছরে সেই সংখ্যাটি ছিল ২,৮৫,৭০৬ ইউনিট। পাশাপাশি টু-হুইলারের রপ্তানি ২৬,৯৪৪ ইউনিট (২০২২, ফেব্রুয়ারি) থেকে কমে হয়েছে ২০,১১১ ইউনিট (২০২৩, ফেব্রুয়ারি)।

TVS-এর সাথে Honda-র বেচাকেনার তুলনা

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত মাসে ভারতে মোটরসাইকেল ও স্কুটার বিক্রি ও এক্সপোর্টে হোন্ডাকে পিছনে ফেলে এগিয়ে এসেছে দেশীয় সংস্থা টিভিএস। ফেব্রুয়ারিতে হোন্ডা যেখানে ২,২৭,০৬৪ ইউনিট বিক্রি করতে পেরেছে, সে জায়গায় টিভিএস ২,২১,৪০২ নতুন ক্রেতার মুখ দেখেছে। কিন্তু রপ্তানিতেই দেশীয় সংস্থাটির (৪৫,৬২৪) কাছে মাথা নত করেছে জাপানি ব্র্যান্ডটি (২০,১১১)।

Honda একটি 100 সিসি মোটরসাইকেল এমাসেই আনছে

কমিউটার সেগমেন্টের একচ্ছত্র অধিপতি Hero Splendor-এর জনপ্রিয়তা ম্লান করতে এমাসেই একটি ১০০ সিসি সস্তার বাইক আনছে হোন্ডা। আগামী ১৫ মার্চ লঞ্চ করা হবে। যেহেতু উক্ত সেগমেন্টের বাইকের বিক্রি সর্বাধিক, তাই নিজেদের বেচাকেনায় খানিক জোয়ার আনতে এই পদক্ষেপ নিতে চলেছে জাপানি ব্র্যান্ডটি।