Tech News

দুর্ধর্ষ ক্যামেরা ও AI ফিচার্সেই বাজিমাত, 18 জুলাই ভারতে লঞ্চ হবে Honor 200 সিরিজ

জুলাইতে নতুন নতুন স্মার্টফোনের মেলা বসার মতো অবস্থা। নাথিং, রেডমি, স্যামসাং, ওপ্পো, আইকো, রিয়েলমির মতো প্রথম সারির সংস্থাগুলি ইতিমধ্যেই তাদের আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। এবার সেই তালিকায় নাম লেখাল অনার। চীন ও ইউরোপে লঞ্চ হওয়ার পর এই মাসে ভারতে আসছে অনার ২০০ এবং অনার ২০০ প্রো মডেল নিয়ে গঠিত অনর ২০০ সিরিজ।

ভারতে অনার ২০০ সিরিজ লঞ্চের তারিখ

অনার ২০০ এবংবং অনার ২০০ প্রো আগামী ১৮ই জুলাই দুপুর ১২.৩০টায় এদেশে লঞ্চ হবে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, আমাজন, ও বিভিন্ন রিটেল স্টোরে কিনতে পাওয়া যাবে। বেস মডেল মুনলাইন হোয়াইট ও ব্ল্যাক এবং প্রো ভার্সন ওশেন সায়ান ও ব্ল্যাক কালারে উপলব্ধ হবে।

এআই ফিচার্স

অনার ২০০ সিরিজ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম নির্ভর ম্যাজিক ওএস ৮.০ কাস্টম সফটওয়্যারে চলবে। একে দুনিয়ার প্রথম ইনটেন্ট বেসড ইউআই বলে দাবি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিস্টেমে। গোটাটাই পরিচালনা করবে অনারের নিজস্ব ম্যাজিকএলএম অন-ডিভাইস এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। ম্যাজিক ক্যাপসুল, ম্যাজিক পোর্টাল এবং ম্যাজিক রিং-এর মতো এআই ক্ষমতা অনার ২০০ সিরিজকে বাকি ফোনের থেকে এগিয়ে রাখবে।

স্পেসিফিকেশন

ডিসপ্লে: ভারতের আগে বিভিন্ন দেশে লঞ্চ হওয়ার কারণে অনার ২০০ সিরিজের স্পেসিফিকেশন আর অজানা নেই। বেস ও প্রো দু’টো মডেলেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি কোয়াড কার্ভড ওলেড ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস ৪,০০০ নিটস। প্রসঙ্গত, অনার ১০০ সিরিজের ডিসপ্লে সাইজও এক ছিল।

চিপসেট: অনার ২০০ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর রয়েছে। এটি আগে মোটোরোলা এজ ৫০ প্রো, ভিভো ভি৪০, এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৪ হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, অনার ২০০ প্রো ফ্ল্যাগশিপ গ্রেড কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ দিয়ে সজ্জিত। নিঃসন্দেহে প্রো মডেলের চিপসেট অনেক বেশি শক্তিশালী। এই চিপের সঙ্গে রিয়েলমি জিটি ৬, শাওমি ১৪ সিভি সহ অনেক ফোন বাজারে এসেছে।

ক্যামেরা: অনার ২০০ সিরিজের দু’টো ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাইমাসি ওআইএস ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ওআইএস ক্যামেরা, ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর বর্তমান। ফারাক শুধু ফ্রন্ট ক্যামেরায়। স্ট্যান্ডার্ড মডেলের সামনে ৫০ মেগাপিক্সেলের একটাই ক্যামেরা পাওয়া যাবে। প্রো মডেলটি ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা অফার করবে।

ব্যাটারি ও চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোন দু’টি ৫,২০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে। ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম করার কারণে ব্যাটারি ফুল হতে বেশি সময় লাগবে না। প্রো মডেলটি আবার ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

চমৎকার স্পেসিফিকেশন ও এআই ফিচার্সের পাশাপাশি অনার ২০০ সিরিজের আকর্ষণ হল চোখ ধাঁধানো ডিজাইন। অফিশিয়াল লঞ্চ হতে আর মাত্র ১৩ দিন। তার আগে অনার একে একে বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করবে বলে আশা করা যায়। ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টে কোনও ফিচার বাদ পড়বে বা যুক্ত হবে কিনা, সেটা লঞ্চের দিন স্পষ্ট হয়ে যাবে।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

21 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago