Honor 60 SE ফোনে থাকবে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ OLED ডিসপ্লে, পেল 3C সার্টিফিকেশন

ডিসেম্বর মাসের প্রথমেই অনর তাদের Honor 60 স্মার্টফোন সিরিজের অধীনে বেস মডেল Honor 60 ও Honor 60 Pro- ফোন দুটি বাজারে লঞ্চ করে। তারপর শোনা যাচ্ছিল এই সিরিজের অধীনে তৃতীয় মডেল হিসেবে Honor 60 SE ফোনটি খুব শীঘ্রই বাজারে পা রাখবে। অনুমান করা হচ্ছে আগামী ৩১ ডিসেম্বরই এই ফোনটি লঞ্চ হতে পারে। এখন এক বিশ্বস্ত টিপস্টার চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে Honor 60 SE ফোনটিকে স্পট করেছেন। অনরের এই আসন্ন প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনটিতে থাকতে পারে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর।

Honor 60 SE অনুমোদন লাভ করল 3C সার্টিফিকেশন সাইট থেকে

টিপস্টার হোওয়াইল্যাব (@WHYLAB) চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo -তে পোস্ট করে অনর ৬০ এসই ফোনের 3C সাইট থেকে অনুমোদন লাভ করার বিষয়টি সামনে এনেছেন। এই সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে জানতে পারা গেছে অনর ৬০ এসই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে সর্বাধিক ১০ভি ৪এ(10V 4A) আউটপুট সহ ৪০ ওয়াট চার্জিং সাপোর্ট। তবে 3C সার্টিফিকেশন সাইট থেকে অনরের এই ফোন সম্পর্কে এর থেকে বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।

তবে হোয়াইল্যাব দাবি করেছেন, Honor 60 SE ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। এছাড়া এই ফোনে দেখা যেতে পারে ১০ বিট কালার ডেপ্থ সহ সুপার কার্ভড OLED ডিসপ্লে।

অন্যদিকে, কয়েকদিন আগেই Honor 60 SE স্মার্টফোনটির প্রোটেক্টিভ কেসের বেশ কয়েকটি রেন্ডার ফাঁস করেছেন টিপস্টার সুধাংশু আম্ভোরে। রেন্ডার অনুযায়ী, এই ফোনে থাকতে পারে, ত্রিভুজ আকারে সাজানো একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং কার্ভড স্ক্রিন ডিজাইন। Honor 60 SE ফোনের রিয়ার ক্যামেরা সেটআপটির সাথে আইফোনের ব্যাক ক্যামেরার সাদৃশ্য থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের ওপরে একদম মাঝে অবস্থিত পাঞ্চ-হোলের ভিতর ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। Honor 60 SE স্মার্টফোনের ভলিউম ও পাওয়ার বাটনগুলি ডিসপ্লের ডানদিকে অবস্থান করতে পারে বলে অনুমান। এই প্রিমিয়াম মিড-রেঞ্জ মডেলটি নিরাপত্তার জন্য একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বাজারে আসতে পারে। তবে প্রকাশ্যে আসা রেন্ডারগুলি দেখে মনে হচ্ছে Honor 60 SE ফোনে পূর্বসূরি Honor 50 SE -এর মত ৩.৫ মিমি অডিও জ্যাক থাকবে না।