13 জিবি র‍্যামের ট্যাবলেট আনছে Honor, ফ্রি কভার সহ ভারতে লঞ্চ হবে শীঘ্রই

অনারের সদ্য প্রকাশিত অনার প্যাড এক্স৯ ট্যাবলেটটি ভারতে একটি নতুন ভ্যারিয়েন্টের সাথে আসতে চলেছে। পূর্বে লঞ্চ হওয়া অনার প্যাড এক্স৯ এখন ৪ জিবি র‍্যাম +…

Honor Pad X9 New Ram Variant Coming To India Amazon Availability Confirmed

অনারের সদ্য প্রকাশিত অনার প্যাড এক্স৯ ট্যাবলেটটি ভারতে একটি নতুন ভ্যারিয়েন্টের সাথে আসতে চলেছে। পূর্বে লঞ্চ হওয়া অনার প্যাড এক্স৯ এখন ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের পাশাপাশি একটি আপগ্রেড করা ৮ জিবি র‍্যাম সংস্করণের সাথে উপলব্ধ হবে। এছাড়া, নয়া মডেলে ৫ জিবি এক্সটেন্টেড র‍্যামও সাপোর্টও মিলবে। এটি আইকিউ ব্র্যান্ডের অনুরূপ স্ট্র্যাটিজিকে অনুসরণ করে, যা সম্প্রতি আইকো প্যাড ২ প্রো ট্যাবের একটি ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ সংস্করণ উন্মোচন করেছে।

অনার প্যাড এক্স৯ ট্যাবলেটের নতুন র‍্যাম অপশন আসছে ভারতের বাজারে

অনার প্যাড এক্স৯ ট্যাবের আসন্ন ৮ র‍্যাম ভ্যারিয়েন্টটিকে অ্যামাজন ইন্ডিয়ার পেজে একটি ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বর্তমানে মসৃণ ইউজার এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে যেকোনও অ্যান্ড্রয়েড ডিভাইস আদর্শভাবে ন্যূনতম ৮ জিবি র‍্যামের সাথে আসে। তাই, অনার প্যাড এক্স৯ ট্যাবের নতুন ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট ৪ জিবি র‍্যাম অপশনের তুলনায় অনেক বেশি স্মুথ কাজ করবে। এছাড়াও, অনার প্রচার করছে যে নতুন ট্যাবলেটে ৫ জিবি এক্সটেন্টেডের র‍্যাম থাকবে।

বর্তমানে, অনার প্যাড এক্স৯ ট্যাবের ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি অ্যামাজন ইন্ডিয়ার সাইটে ১৪,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে। ট্যাবলেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলে এবং এতে ৪০০ নিটের পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ সহ ১১.৫ ইঞ্চির ২কে ডিসপ্লে রয়েছে৷ এটিতে ৭,২৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ট্যাবটিকে দৈনন্দিন সাধারণ কাজের জন্য যথেষ্ট শক্তিশালী করে তোলে। নতুন ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম এখনও ঘোষণা করা হয়নি।