Honor আনছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফোন, থাকবে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর

গত সপ্তাহেই Honor মিড রেঞ্জে Honor 50, Honor 50 SE, Honor 50 Pro ফোনগুলি লঞ্চ করেছিল। তবে রিপোর্ট বলছে, কোম্পানি বিশ্রাম না নিয়েই আরও একটি…

গত সপ্তাহেই Honor মিড রেঞ্জে Honor 50, Honor 50 SE, Honor 50 Pro ফোনগুলি লঞ্চ করেছিল। তবে রিপোর্ট বলছে, কোম্পানি বিশ্রাম না নিয়েই আরও একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। নতুন এই Honor ফোনে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ (Mediatek Dimensity 700) প্রসেসর। টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন এই রহস্যময় ফোনের বিষয়ে তথ্য ফাঁস করেছেন। আমাদের অনুমান এই ফোনটি আপকামিং, Honor X20 সিরিজের অধীনে বাজারে আসতে পারে।

Honor আনছে Mediatek Dimensity 700 প্রসেসরের ফোন

টিপস্টার একটি Weibo পোস্টে জানিয়েছেন, অনর একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করেছে। এই ফোনে ৬.৬ ইঞ্চি এলসিডি প্যানেল থাকবে। আবার ডিসপ্লের উপরিভাগে মাঝ বরাবর পাঞ্চ হোল ডিজাইন দেখা যাবে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস অথবা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করতে পারে। আবার ফোনটি হাই স্ক্রীন-টু-বডি রেশিও অফার করবে।

এছাড়া এটি Honor এর প্রথম স্মার্টফোন হবে, যেখানে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হবে। এর অর্থ ফোনটি 5G সাপোর্টের সাথে আসবে। যেহেতু এই প্রসেসর সস্তা ফোনগুলিতে ব্যবহার করা হয়, তাই Honor এর ফোনটির দাম ২০,০০০ টাকার অনেক কম হবে বলেই মনে হয়।

টিপস্টার আরও বলেছেন, এই ফোনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। যদিও অন্য দুটি ক্যামেরা সেন্সর সম্পর্কে তিনি কিছু বলেননি। আবার ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়েও তিনি কোনো শব্দ খরচ করেননি। তবে এতে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে তুমি নিশ্চিত করেছেন।

এখন দেখার এই Honor ফোনটির নাম কত তাড়াতাড়ি জানা যায়। আশা করা যায় শীঘ্রই একে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা যাবে, সেখান থেকে এর অন্যান্য স্পেসিফিকেশন আমরা জানতে পারব।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন