সার্চ বারে নানা লেখা ঝামেলা বাড়াচ্ছে? জেনে নিন কীভাবে Google Chrome-এ সার্চ সাজেশন বন্ধ করবেন

ইন্টারনেটে কোনো কিছু খোঁজার জন্য আমরা প্রায় সবাই Google Chrome (গুগল ক্রোম)-এর সার্চ বারটি ব্যবহার করে থাকি। কিন্তু এই সার্চ বার যতটা কাজের, কিছু কিছু সময় কাজের থেকে খানিকটা অস্বস্তিকরও বটে! কীভাবে? আসলে আপনি যখন Google Chrome-এর সার্চ বারে কিছু টাইপ করা শুরু করেন তখন এটি নিকটতম সম্ভাব্য কিছু অপশনকে সাজেশন হিসেবে প্রম্পট করতে শুরু করে, যেগুলি হয় কোনো সময়ে আপনিই সার্চ করেছেন নতুবা এগুলি অন্য ব্যবহারকারীদের দ্বারা সার্চ হয়েছে। সেক্ষেত্রে কখনও কখনও এই ফিচার সহায়ক বটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটি অত্যন্ত হতাশাজনক হয়ে ওঠে।

আসলে অনেক সময় উল্টো পাল্টা সাজেশন সামনে আসে যাতে আমরা স্ক্রিন থেকে সেটিকে সরিয়ে উঠতে পারিনা, আবার কখনো কখনো ভুলবশত সেটিতে ক্লিকও হয়ে যায়। এহেন ঝামেলা এড়ানোর উপায় হল সাজেশন ফিচার বন্ধ করে রাখা। হ্যাঁ, গুগল ক্রোম ব্রাউজার ইউজারদের এই সুবিধাও দেয়; আর এর জন্য নির্দিষ্ট সেটিং রয়েছে৷ তাহলে আসুন, জেনে নিই কিভাবে গুগল ক্রোমের সার্চ সাজেশন বন্ধ করবেন…

Chrome-এর সার্চ সাজেশন বন্ধ করার উপায়

১. আপনার ক্রোম ব্রাউজারের ওপরের ডানদিকে থ্রি ডট অপশনে ক্লিক করুন।

২. ড্রপডাউন থেকে ‘সেটিংস’ বিকল্প বেছে নিন।

৩. এরপর ‘সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিস’ অপশন নির্বাচন করুন।

৪. স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করুন এবং ‘অটোকমপ্লিট সার্চেস অ্যান্ড ইউআরএলস’ অপশনের টগলটি বন্ধ করুন৷