Earbuds Safety Tips: বর্ষাকালেও ভালো থাকবে আপনার ইয়ারবাডস, কেনার আগে এগুলি মাথায় রাখুন

আপনি যদি বৃষ্টিতেও ইয়ারবাডস ব্যবহার করতে চান তবে জলরোধী ইয়ারবাডস বেছে নিন। এই জাতীয় ইয়ারবাডস জল লাগলেও নষ্ট হয়না, তাই আপনি কোনও উদ্বেগ ছাড়াই এগুলি ব্যবহার করতে পারেন।

Earbuds Safety Tips How You Can Keep Your Gadgets Safe From Rain Water

বর্ষায় যখন তখন বৃষ্টিপাত হয়। এমন পরিস্থিতিতে আপনাকে গ্যাজেটগুলির প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। বিশেষ করে ইয়ারবাডস। আজ আমরা কিছু টিপস দিতে যাচ্ছি, যা মেনে চললে আপনি আপনার ইয়ারবাডস এই বর্ষাতেও ভালো রাখতে পারবেন। আসুন এই সময়ে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত জেনে নেওয়া যাক।

ওয়াটারপ্রুফ ইয়ারবাডস নির্বাচন করুন

আপনি যদি বৃষ্টিতেও ইয়ারবাডস ব্যবহার করতে চান তবে জলরোধী ইয়ারবাডস বেছে নিন। এই জাতীয় ইয়ারবাডস জল লাগলেও নষ্ট হয়না, তাই আপনি কোনও উদ্বেগ ছাড়াই এগুলি ব্যবহার করতে পারেন।

কভারের মধ্যে ইয়ারবাডসটি রাখুন

বৃষ্টিতে বাইরে বের হওয়ার সময় আপনার ইয়ারবাডসের জন্য একটি সুরক্ষিত কভার বা কেস রাখতে হবে। এটি ইয়ারবাডসকে জল লাগতে দেবে না।

রেইনকোট বা ছাতা ব্যবহার করুন

বৃষ্টিতে বের হওয়ার সময় রেইনকোট বা ছাতা ব্যবহার করুন, যাতে আপনার ইয়ারবাডসের গায়ে সরাসরি জল না লাগে।

পাওয়ার অফ রাখুন

যদি আপনার ইয়ারবাডসে জল লাগে তবে তৎক্ষণাৎ সেটির পাওয়ার অফ করুন। এটি ইয়ারবাডসের ভিতরে থাকা সার্কিটকে শর্ট সার্কিট থেকে রক্ষা করতে পারে।

জলীয় বাষ্প শোষণকারী প্যাকেট ব্যবহার করুন

যদি আপনার ইয়ারবাডস ভিজে যায় তবে একে আদ্রতা শোষণকারী প্যাকেটের (যেমন সিলিকা জেল) মধ্যে রাখুন। এটি ইয়ারবাডসের গায়ে লাগা জল শুকিয়ে দিতে সহায়তা করবে।

বীমা করান

যদি আপনার ইয়ারবাডস অনেক দামি হয়ে থাকে, তাহলে একটা বীমা করিয়ে রাখুন। বৃষ্টির কারণে নষ্ট হলে বীমা সংস্থার থেকে আর্থিক সাহায্য পাবেন।

এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করলে, আপনি বর্ষাকালে আপনার ইয়ারবাডস সুরক্ষিত রাখতে পারবেন।