Samsung Galaxy M32 ফোনে থাকবে 15W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই দেখা গেল FCC সার্টিফিকেশন সাইটে

Samsung যে গত কয়েক মাস ধরে Galaxy M32 ফোনের ওপর কাজ করছে তা আমাদের অজানা নয়। ইতিমধ্যেই ফোনটিকে Geekbench (বেঞ্চমার্ক সাইট) সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। যেখান থেকে এর প্রসেসর সহ ব্যাটারি ক্যাপাসিটি জানা গেছে। আবার কয়েকদিন আগে স্যামসাং গ্যালাক্সি এম ৩২ কে কোম্পানির অফিসিয়াল সাপোর্ট পেজে অন্তর্ভুক্ত করা হয়। ফলে ফোনটি যেকোনো মুহূর্তে বাজারে আসবে বলে অনুমান করা যায়। তবে লঞ্চের আগে Samsung Galaxy M32 ফোনটি এবার আমেরিকার FCC সার্টিফিকেশন লাভ করলো।

অন্যান্য সার্টিফিকেশন সাইটের মত স্যামসাং গ্যালাক্সি এম ৩২ কে FCC তেও SM-M325F মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে। এখান থেকে কেবল জানা গেছে, ফোনটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসবে।

Samsung-Galaxy-M32-FCC

এর আগে Geekbench লিস্টিং থেকে আমরা জানতে পেরেছিলাম যে, Samsung Galaxy M32 ফোনে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হবে। স্মার্টফোনটি ৬ জিবি র‌্যাম সহ আসবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

আবার DEKRA সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল যে, Samsung Galaxy M32 ফোনে EB-BM325ABN মডেল নম্বরের ব্যাটারি থাকবে। ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এছাড়া অন্যান্য রিপোর্ট বলছে, গ্যালাক্সি এম৩২ ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। ফোনটি Samsung Galaxy A32 4G এর রিব্রান্ডেড ভার্সন হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন