জানুয়ারীতে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে iPhone 12; সেরা দশে রয়েছে Samsung, Xiaomi-ও

প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে Apple-এর আইফোনের কদর যেসব সময়ই বেশি, সে কথা নেটিজেনদের কখনোই আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কারণ, এই বিশেষ স্মার্টফোনের দাম তুলনামূলকভাবে আকাশছোঁয়া হলেও, পারফরম্যান্সের নিরিখে এটি অন্যান্য যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোনকে সহজেই পেছনে ফেলতে পারে। সেক্ষেত্রে লেটেস্ট আইফোন সিরিজ (iPhone 12 সিরিজ) লঞ্চের পর বেশ কিছুটা সমালোচনার মুখে পড়লেও, এই ডিভাইসগুলির জনপ্রিয়তায় যে একেবারেই ভাঁটা পড়েনি তার প্রমাণ সাম্প্রতিক রিপোর্টেই স্পষ্টভাবে ধরা পড়েছে। বাজারের সাম্প্রতিক হালহকিকত অনুযায়ী, বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে অন্যান্য সমস্ত কোম্পানীকেই পিছনে ফেলেছে Apple।

আসলে, বাজার সমীক্ষাকারী সংস্থা কাউন্টারপয়েন্ট (Counterpoint) গত শুক্রবার প্রকাশিত একটি রিপোর্টে সাফ জানিয়েছে যে, চলতি বছরের জানুয়ারিতে দুনিয়াজুড়ে সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শীর্ষে রয়েছে Apple iPhone 12 ডিভাইস। শুধু তাই নয়, সমীক্ষকদের হিসেব অনুযায়ী সর্বাধিক বিক্রির তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও রয়েছে লেটেস্ট iPhone 12 সিরিজের অপর দুটি ফোন – iPhone 12 Pro এবং iPhone 12 Pro Max। জানুয়ারি মাসে Apple-এর স্মার্টফোন বিক্রি বাবদ মোট আয়ের ৭১ শতাংশ এসেছে এই তিনটি মোবাইলের শিপিং থেকে।

তদুপরি, iPhone 12 সিরিজের উক্ত তিনটি ফোন ছাড়াও Apple-এর আরো তিনটি ডিভাইস এই তালিকায় জায়গা করে নিয়েছে, যার মধ্যে রয়েছে iPhone 11 (তালিকায় চতুর্থ স্থানাধিকারী), iPhone SE 2020 এবং iPhone 12 mini হ্যান্ডসেটগুলি। অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রিত দশটি স্মার্টফোনের মধ্যে, শুধু Apple-এর ঝুলি থেকেই রয়েছে মোট ছয়টি স্মার্টফোন! আর এই পরিসংখ্যান, স্মার্টফোনের জগতে কুলীন ব্র্যান্ডটির জনপ্রিয়তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখি, iPhone-এর বিক্রিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার বরাবরের মতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনিতে ৫জি পরিষেবা চালুর ক্ষেত্রেও এই দেশটি, পৃথিবীর অপরাপর দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে। সেক্ষেত্রে কাউন্টারপয়েন্টের সমীক্ষা বলছে, জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫জি কানেক্টিভিটি যুক্ত iPhone 12 Pro Max স্মার্টফোনটি সর্বাধিক পরিমাণে বিকিয়েছে।

তবে বাজারে সবচেয়ে বেশী বিকোনো প্রথম দশটি স্মার্টফোনের তালিকায় পঞ্চম এবং ষষ্ঠ স্থানে দখলে রয়েছে Xiaomi-র; এক্ষেত্রে চীনা টেক জায়ান্ট সংস্থাটির Redmi 9A এবং Redmi 9 নামক এন্ট্রি-লেভেলের ডিভাইসদুটি এই খেতাব অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়াও, Samsung-এর Galaxy A21 এবং Galaxy A31 মিডরেঞ্জার স্মার্টফোনদ্বয়ও এই তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন