iQOO 8 মাত্র বারো মিনিটে ফুল চার্জ হবে! নেপথ্যে 160W এর যুগান্তকারী ফাস্ট চার্জিং প্রযুক্তি

স্মার্টফোনে দ্রুততম সময়ে শূন্য থেকে শতভাগ চার্জ করার ক্ষেত্রে চীনা সংস্থাগুলি বাকিদের থেকে বরাবরই এগিয়ে। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ফাস্ট চার্জিং প্রযুক্তিতে তাদেরকেই পথিকৃৎ হিসেবে গণ্য করা…

স্মার্টফোনে দ্রুততম সময়ে শূন্য থেকে শতভাগ চার্জ করার ক্ষেত্রে চীনা সংস্থাগুলি বাকিদের থেকে বরাবরই এগিয়ে। স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ফাস্ট চার্জিং প্রযুক্তিতে তাদেরকেই পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। এহেন জনপ্রিয় চীনা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম Vivo-র সাব ব্র্যান্ড iQOO এবার স্মার্টফোনের বাজারে ফাস্ট চার্জিং স্পিডের যাবতীয় রেকর্ড ভাঙতে চলেছে। iQOO-র আসন্ন প্রিমিয়াম হ্যান্ডসেট iQOO 8 নিয়ে মাইড্রাইভার্স তাদের রিপোর্টে সেরকমই ইঙ্গিত দিয়েছে।

আইকো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইকো ৮ আগামী ৪ অগস্ট চীনে লঞ্চ করতে চলেছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ১৬০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে আইকো ৮ আত্মপ্রকাশ করবে। এই ১৬০ ওয়াট ফাস্ট চার্জারে আইকো ৮ স্মার্টফোনে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ১২ মিনিট সময় নেবে। রিপোর্ট যদি সত্যি হয় তাহলে লঞ্চের পর আইকো ৮ কমার্শিয়ালি উপলব্ধ বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোনের তকমা পাবে।

প্রসঙ্গত, আইকো ৮-এর প্রিডিসেসর আইকো ৭ চলতি বছরের শুরুতে চীনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে লঞ্চ হয়েছিল। এই চার্জার আইকো ৭ এর ৪,০০০ এমএএইচ ব্যাটারি পূর্ণ চার্জ করতে ১৫ মিনিট সময় নেবে বলে সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল। সুতরাং, ১৬০ ওয়াটের চার্জার আইকো ৮-এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে আইকো ৭-এর চেয়ে তিন মিনিট কম সময় নেবে। আইকো ৭-এর মতো আইকো ৮ পাওয়ার ব্যাকআপের জন্য ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাবে বলে আমরা মনে করছি। তবে শুধুমাত্র ফাস্ট চার্জিং স্পিড নয়। পারফরম্যান্স, ডিসপ্লে সব দিক থেকেই ঝড় তুলবে আইকো ৮।

iQOO 8 পারফরম্যান্স

স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসরের দুনিয়ার প্রথম স্মার্টফোন হবে আইকো ৮। এটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে আসবে আবার এতে ৪ জিবি এক্সটেন্ডেড র‌্যাম বা ভার্চুয়াল র‌্যাম ফিচার থাকবে।

iQOO 8 ডিসপ্লে

আইকো ৮ স্মার্টফোনে ৩২০০x১৪৪০ পিক্সেল রেজোলিউশনের কোয়াড এইচডি বা 2K ডিসপ্লে থাকতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। ডিসপ্লের আয়তন নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

iQOO 8 সফটওয়্যার

আইকো ৮ অ্যান্ড্রয়েড ১১ বেসড ভিভোর অরিজিন ওএস কাস্টম রমের সাথে শিপিং করা হবে।

iQOO 8 সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই প্রকাশ্যে এসেছে। তবে লঞ্চ হওয়ার আগে সেই তালিকায় আরও কিছু সংযোজন হবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন