Redmi, Realme-দের চাপে ফেলতে ১০ হাজার টাকার রেঞ্জে স্মার্টফোন আনছে iQOO

ভারতের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে হানা দিতে তৈরী চীনা ব্র্যান্ড আইকো (iQOO)। কিছুদিন আগে পর্যন্ত তারা Vivo -র সহায়ক ব্র্যান্ড হিসেবেই পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সম্পূর্ণ…

ভারতের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে হানা দিতে তৈরী চীনা ব্র্যান্ড আইকো (iQOO)। কিছুদিন আগে পর্যন্ত তারা Vivo -র সহায়ক ব্র্যান্ড হিসেবেই পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সম্পূর্ণ স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশের পর সংস্থাটি ভারতে তাদের ব্যবসা বাড়ানোর উপায় খুঁজছে। আর সেকারণেই একদা প্রিমিয়াম ও মাঝারি বাজেটের স্মার্টফোন প্রস্তুতকারক হিসেবে নিজেদের মেলে ধরা এই সংস্থা সম্প্রতি এন্ট্রি-লেভেল স্মার্টফোন বানানোর কথা ভাবছে। আইকো’র (iQOO) মুখ্য বিপণন আধিকারিক বা সিএমও (CMO) গগন আরোরা নিজে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা স্বীকার করেছেন।

দেশের মানুষের হাতে অল্প দামে ভালো প্রোডাক্ট তুলে দিতে iQOO সর্বনিম্ন ১০,০০০ টাকা বাজেটে স্মার্টফোন তৈরীর কথা ভাবছে। তাছাড়া সংস্থাটি গেমিং অ্যাক্সেসরিজ তৈরীতেও বড় অঙ্ক বিনিয়োগ করতে চলেছে। উভয়ক্ষেত্রেই ক্রেতাদের নতুন অভিজ্ঞতার সন্ধান দিতে তারা প্রস্তুত বলে আইকো সিএমও গগন আরোরার দাবী। বাজেট স্মার্টফোন তৈরীতে আগ্রহী হলেও তাদের মূল লক্ষ্য যে গেমিং অনুরাগী জনতাকে সন্তুষ্ট রাখা, সেকথা জানাতে আইকো সিএমও’র কোন ভুল হয়নি।

e-Sports বা গেমিং ব্যবসায় গতি বাড়াতে Krafton -এর সাথে চুক্তি করলো iQOO

গেমার সম্প্রদায়ের প্রতি তারা কতটা নিবেদিত তা বোঝাতে আইকো এবার দক্ষিণ কোরীয় কোম্পানী ক্রাফ্টনের (Krafton) সাথে চুক্তিবদ্ধ হলো। এই চুক্তি ভারতের ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিকে আরো গতি জোগাবে বলে আইকো কর্তার বক্তব্য। এক্ষেত্রে ক্রেতাদের আল্ট্রা গেমিং অভিজ্ঞতা প্রদানই সংস্থার একমাত্র লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক কালে লঞ্চ হওয়া iQOO Z5, Z3 ইত্যাদি ডিভাইস Battlegrounds Mobile India বা Call of Duty Mobile জাতীয় গেম খেলার পক্ষে একেবারে আদর্শ! উপরন্তু ক্রাফ্টনের সাথে নয়া চুক্তির ফলে আইকো ডিভাইসে গেমিংয়ের মজা আরো দ্বিগুণ হবে বলে আমাদের ধারণা।

আসলে গেমিং অনুরাগী জনতার কাছে পৌঁছে যেতে আইকো তার সূচনা থেকেই তৎপর। তাই প্রিমিয়াম বাজেটের মধ্যে গেমিং স্মার্টফোন তৈরীর ক্ষেত্রেই তাদের ঝোঁক লক্ষ্য করা যায়। এভাবে হার্ডকোর গেমারদের মধ্যে জনপ্রিয়তা পেলেও, এখন তারা অন্য ধরনের গেমিং অনুরাগীদের মধ্যেও ছড়িয়ে পড়তে চাইছে। আর এক্ষেত্রে স্বল্প বাজেটের এন্ট্রি-লেভেল স্মার্টফোন এবং গেমিং অ্যাক্সেসরিজ উৎপাদনে বিনিয়োগ তাদের পক্ষে বিশেষ লাভজনক হতে পারে বলে প্রযুক্তি জগতের অভিমত।