50 বছর পূর্তি উপলক্ষ্যে ভারতে লঞ্চ হবে Kawasaki Z650RS-এর স্পেশ্যাল Anniversary Edition মডেল

যে কোনো বাইকের অর্ধ শতবর্ষ এলেই তা বিশেষভাবে পালন করতে দেখা গেছে জাপানি সংস্থা Kawasaki Motor-কে। সাধারণত সেই বাইকটির একটি স্পেশাল এডিশন লঞ্চের মাধ্যমে সেই স্মৃতিটি মনের কোটরে টাঙিয়ে রাখে সংস্থাটি। এবারও তার অন্যথা হয়নি। সম্প্রতি Z650RS নেকেড বাইকটি ৫০ বছরে পা রেখেছে। আর তাই Z650RS 50th Anniversary Edition নিয়ে আসার ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এর একটি টিজার ভিডিও পোস্ট করেছে Kawasaki। এর আগেও Kawasaki Z1-এর ৫০তম বার্ষিকীতে এর একটি অ্যানিভার্সারি এডিশন লঞ্চ করা হয়েছিল। জানা গেছে Kawasaki Z650RS 50th Anniversary Edition বিশ্ববাজারে লঞ্চের কয়েকদিনের মধ্যেই ভারতেও আনা হবে মোটরসাইকেলটি।

এখানে জানিয়ে রাখি, বাইকটির স্ট্যান্ডার্ড মডেলটি একটি নেকেড ডিজাইনের টু-হুইলার হলেও কাওয়াসাকি জেড৬৫০আরএস ৫০তম অ্যানিভার্সারি এডিশন(Kawasaki Z650RS 50th Anniversary Edition)-টি কিন্তু রেট্রো স্টাইলের। নতুনত্ব বলতে অ্যানিভার্সারি এডিশনটিতে ‘ফায়ার ক্র্যাকার’ ডুয়েল টোন পেইন্ট স্কিম করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের দু’পাশে উজ্জ্বল লাল রঙের ধার ঘেঁষে রয়েছে কালো রঙের রেখা। যা এর সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে তুলেছে। আবার দুদিকের অ্যালয় হুইলে দেখা মিলবে সোনালী রঙ। ট্যাঙ্কটির দু’পাশে রয়েছে ৭০ দশকের মত স্টাইলিশ DOHC ব্যাজ।

এখানে জানিয়ে রাখি, Kawasaki Z650RS-এর স্ট্যান্ডার্ড এডিশনটির এমেরাল্ড গ্রীন শেডের মডেলটিতেও গোল্ড-ফিনিশড অ্যালয় হুইল লক্ষ্য করা যায়। তবে Z650RS 50th Anniversary Edition বাইকটি সীমিত সংখ্যক হিসেবে আনতে চলেছে Kawasaki।

মেকানিক্যাল বৈশিষ্ট্যের প্রসঙ্গে বলতে গেলে, স্ট্যান্ডার্ড মডেলটির মতোই Kawasaki Z650RS 50th Anniversary Edition-এও একই ইঞ্জিন দেওয়া হয়েছে। এর ৬৪৯ সিসি প্যারালাল টুইন লিকুইড কুল্ড এনজিপি থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৬৭.৩ বিএইচপি শক্তি এবং ৬,৭০০ আরপিএম গতিতে ৬৪ এনএম টর্ক পাওয়া যায়। ভারতে Kawasaki Z650RS-এর স্ট্যান্ডার্ড এডিশনটির দাম ৬.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। প্রিমিয়াম ৫০তম অ্যানিভার্সারি এডিশনটির মূল্যও এর ধারে কাছেই রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে চলতি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে এটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে।