Kia EV6 কলকাতা-সহ দেশের মাত্র বারোটি শহরে মিলবে, লিস্ট রইল, কেবল একশোটি উপলব্ধ

Kia EV 6 ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে আগামী ২ জুন। ফিউচারিস্টিক ডিজাইনের এই ইলেকট্রিক ক্রসওভার এসইউভির অগ্রিম বুকিং শুরু হয়েছে পরশুদিন থেকে। টোকেন অর্থ হিসাবে দিতে হচ্ছে ৩ লাখ টাকা। ভারতের ১২টি শহরে ১৫টি নির্বাচিত ডিলারশিপের মাধ্যমে মডেলটি বিক্রি করা হবে। Kia EV 6 দেশের কোথায় কোথায় পাওয়া যাবে, তার পূর্ণাঙ্গ তালিকা রইল।

পূর্ব ভারত

কলকাতা – Eastern Kia

পশ্চিম ভারত

মুম্বই -Autobahn Kia
পুনে – Crystal Auto
আমেদাবাদ – Supernova Kia ও West Coast Kia

দক্ষিণ ভারত

চেন্নাই – Capital Kia
বেঙ্গালুরু – Epitome Automobiles ও VST Central
কোচি – Incheon Kia
হায়দরাবাদ – Automotive Kia ও Car Kia

উত্তর ভারত

দিল্লি – Jayanti Kia
গুরগাঁও –  Dhingra Motors
নয়ডা – Allied Motors
জয়পুর – Rajesh Motors

Kia EV 6 ব্যাটারি, রেঞ্জ, চার্জিং টাইম

লিক হওয়া ব্রোশার থেকে জানা গিয়েছে, ৭৭.৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সহযোগে আসবে কিয়া ইভি ৬। খূব শক্তিশালী ব্যাটারির কারণে সম্পূর্ণ চার্জে গাড়িটি ৫২৮ কিমি পথ অতিক্রম করতে পারবে বলে দাবি করা হয়েছে। আবার ব্যাটারি আল্ট্রা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ১০০ কিমি পথ চলার জন্য প্রয়োজনীয় চার্জ ৪.৫ মিনিটের মধ্যেই হয়ে যাবে। ৫০ কিলোওয়াট ও ৩৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জার অপশনাল। যা দিয়ে ১০-৮০% চার্জ করতে যথাক্রমে ১৮ মিনিট ও ৭৩ মিনিট সময় লাগবে।

Kia EV6  ফিচার 

লিক হওয়া ব্রোশার অনুযায়ী, কিয়া ইভি৬-এর উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে থাকবে ডুয়েল ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, মাল্টি ড্রাইভ মোড, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, ৬০+ কিয়া কানেক্ট ফিচার, চারটি স্পিকার, অগমেন্টেড রিয়েলিটি হেডস আপ ডিসপ্লে, ৮টি এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, ব্লাইন্ড স্পট ডিটেকশন-সহ নানা অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম।

Kia EV 6 মোটর, পাওয়ার, টর্ক

কিয়া ইভি৬ সিঙ্গেল ও ডুয়েল মোটর ভ্যারিয়েন্টে  আসবে । রিয়ার হুইল ড্রাইভ বা RWD-এর ক্ষেত্রে গাড়ির পিছনে একটা মোটর থাকবে। যার আউটপুট ২২৯ পিএস এবং ৩৫০ এনএম টর্ক। আর অল হুইল ড্রাইভ বা AWD-এর ক্ষেত্রে সামনে ও পিছনে একটি করে মোটর থাকবে। এর থেকে ৩২৫ পিএস ক্ষমতা ও ৬৫০ এনএম টর্ক পাওয়া যাবে। কিয়া ইভি৬ ঘন্টায় ০-১০০ কিমি গতি তুলতে ৩.৫ সেকেন্ডে সময় নেবে।

ভারতে স্নো হোয়াইট পার্ল, অরোরা ব্ল্যাক পার্ল, মনোস্কেপ, রানওয়ে রেড ও ইয়ট ব্লু পেইন্ট অপশনে পাওয়া যাবে Kia EV 6। দাম ৫০-৬০ লাখ টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে।