5G প্রসেসর, সঙ্গে বিশাল স্টোরেজ, লঞ্চের আগে Lava Blaze X ফোনের ফিচার ফাঁস

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা তাদের নতুন ব্লেজ এক্স মডেলটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করতে চলেছে। এই আপকামিং মিড-রেঞ্জ ফোনটিকে চলতি সপ্তাহে প্রথম টিজ করা হয়েছে।…

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা তাদের নতুন ব্লেজ এক্স মডেলটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করতে চলেছে। এই আপকামিং মিড-রেঞ্জ ফোনটিকে চলতি সপ্তাহে প্রথম টিজ করা হয়েছে। ফলে স্পেসিফিকেশনের সিংহভাগ অজানা। তবে আজ একটি নতুন রিপোর্ট ফোনটির প্রসেসর এবং স্টোরেজ কনফিগারেশন ফাঁস করেছে। এটি ফাইভ-জি সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

একটি টেক পোর্টালের রিপোর্টে দাবি করা হয়েছে যে, লাভা মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসরকে ফিরিয়ে আনছে। গত মার্চে লঞ্চ হওয়া ব্লেজ কার্ভে এই চিপ ব্যবহার হয়েছিল। এবার এটি ব্লেজ এক্স ফোনেও ব্যবহার হতে চলেছে। হাই-এন্ড প্রসেসর না হলেও দৈনন্দিন কাজের জন্য উপযুক্ত।

লাভা ব্লেজ এক্স ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশনে মিলতে পারে। লাভা নিজেও ৪ জিবি, ৬ জিবি, ও ৮ জিবি র‍্যাম কনফার্ম করেছে। ফলে ৬ জিবি ও ৪ জিবি র‍্যাম ১২৮ জিবি স্টেজের সঙ্গে যুক্ত হতে পারে। আর ৮ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের জন্য রাখা হতে পারে। এছাড়া, ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে এই ফোন।

জানিয়ে রাখি, লাভা ব্লেজ এক্স আগামী ১০ই জুলাই আমাজন ই-কমার্স সাইটের মাধ্যমে ভারতে লঞ্চ হবে। আর অফলাইনে মিলতে পারে আগস্ট থেকে। কিছু সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এটি সবচেয়ে সস্তা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন হতে পারে।