Nubia Z40 Pro আগামী 25 ফেব্রুয়ারি Apple MagSafe-এর মতো চার্জি টেকনোলজি সহ লঞ্চ হচ্ছে

Nubia Z40 Pro অবশেষে লঞ্চ হতে চলেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই ডিভাইসটির উপর থেকে পর্দা সরানো হবে। ভারতীয় সময় সকাল ১১.৩০ মিনিট থেকে অনুষ্ঠিত একটি ইভেন্টের মাধ্যমে ফোনটি আত্মপ্রকাশ করবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ক্যামেরা স্মার্টফোন প্রেমীদের জন্য আনা হচ্ছে Nubia Z40 Pro কে। এতে থাকবে ৩৫ মিমি ফোকাল লেংথ লেন্স।

Nubia Z40 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

বিভিন্ন রিপোর্ট ও সার্টিফিকেশন সাইটের দৌলতে জানা গেছে, নুবিয়া জেড৪০ প্রো ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। আবার ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে, এটি Apple-এর MagSafe চার্জিং টেকনোলজির মতো।

নুবিয়া জেড৪০ প্রো ফোনে দেওয়া হবে সনি আইএমএক্স৭৮৭ সেন্সর সহ প্রাইমারি রিয়ার ক্যামেরা। এই সেন্সর ৩৫মিমি ফোকাল লেংথ ও এফ/১.৬ অ্যাপারচার সাপোর্ট করবে। যদিও ফোনটির অন্যান্য রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

Nubia Z40 Pro অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। আবার ফোনটি এরোস্পেস গ্রেড হিট ডিসেপেশন কুলিং সিস্টেম সহ আসবে। আপাতত ফোনটি সম্পর্কে এই তথ্যগুলি সামনে এসেছে।