Road Safety Rules: বাইক ও স্কুটার চালকদের জন্য জরুরী নির্দেশিকা জারি কেন্দ্রের

টু-হুইলারে শিশুদের নিয়ে রাস্তায় বেরোনোর ক্ষেত্রে আরও কড়া বিধি জারি করল ভারত সরকার। দু’চাকার গাড়িতে চার বছর বা তার কম বয়সী শিশুদেরও হেলমেট পড়ানোর বিধান…

টু-হুইলারে শিশুদের নিয়ে রাস্তায় বেরোনোর ক্ষেত্রে আরও কড়া বিধি জারি করল ভারত সরকার। দু’চাকার গাড়িতে চার বছর বা তার কম বয়সী শিশুদেরও হেলমেট পড়ানোর বিধান দিল কেন্দ্রীয় সরকার। আজই এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। উল্লেখ্য, গত বছর অক্টোবরেই সংশ্লিষ্ট ক্ষেত্রে এক খসড়া নীতি নিয়ে আসা হয়েছিল। তখনই এই সংক্রান্ত নতুন আইন চালু হওয়ার আভাস দিয়েছিল মোদি সরকার।

সেন্ট্রাল মোটর ভেহিকেলসের নিয়মবিধি (১৯৮৯) সংশোধন করে ওই নির্দেশিকায় বলা হয়েছে, চার বছর বা তার কম বয়সী শিশুদেরকেও পড়াতে হবে সরকারের বিধিসম্মত হেলমেট। এমনকি সাথে রাখতে হবে নিরাপত্তাজনিত সরঞ্জাম, যেমন ‘হার্নেস বেল্ট’। এটিকে অবশ্যই হালকা ওজন, ওয়াটারপ্রুফ, গোদিযুক্ত ও কমপক্ষে ৩০ কেজি ওজন বহনের ক্ষমতাযুক্ত হতে হবে। চালক গাড়ি চালানোর সময় এর বেল্টগুলি নিজের দেহের সাথে শক্ত করে বেঁধে রাখবেন, যাতে শিশুটি সুরক্ষিত থাকে।

পাশাপাশি বাইক বা স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার বা তার কম রাখতে হবে। জানানো হয়েছে দেশে এই আইনটি ২০২৩-এর ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে। আইন লঙ্ঘন করলেই গুণতে হবে ১,০০০ টাকার অর্থদণ্ড। এবং তিন মাসের জন্য বাজেয়াপ্ত করা হবে চালকের ড্রাইভিং লাইসেন্স।

আসলে রাস্তায় বেরোলে, শিশু নিয়ে বেপরোয়া যাত্রার চিত্র হামেশাই নজরে পড়ে আমাদের। নিজের এবং বাচ্চাটির সুরক্ষার পরোয়া না করেই হেলমেট ছাড়া চলাচল করে বহু মানুষ। কিন্তু এবার চার বছর বা তার কম বয়সী শিশুদের নিরাপত্তার বিষয়ে কড়া হল কেন্দ্র।