Motorola Moto Edge 30 Pro ভারত সহ বিশ্ব বাজারে শীঘ্রই লঞ্চ হচ্ছে, থাকবে এই বছরের সেরা সব ফিচার

গতমাসে Motorola Moto Edge X30 স্মার্টফোনটি চীনের বাজারে লঞ্চ হয়েছিল। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের বিশ্বের প্রথম ফোন হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারপরই শোনা যাচ্ছিল চীনা কোম্পানিটি এশিয়ান বাজারের জন্য Motorola Edge 30 Pro নামে একটি নতুন স্মার্টফোনট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে এই ফোনটিকে দেখা গিয়েছিল। আর এখন জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন, Motorola Moto Edge 30 Pro স্মার্টফোনটি আসন্ন এক-দু মাসের মধ্যেই বাজারে লঞ্চ হবে।

Motorola Moto Edge 30 Pro লঞ্চ হতে চলেছে দু-এক মাসের মধ্যেই

টিপস্টার মুকুল শর্মা 91Mobiles-কে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি বা মার্চে মার্কেটে পা রাখবে মোটোরোলা মোটো এজ ৩০ প্রো ফ্ল্যাগশিপ ফোনটি। এছাড়াও টিপস্টার দাবি করেছেন যে, এই স্মার্টফোনটি একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্ম দ্বারা অনুমোদিত হয়েছে। হ্যান্ডসেটটি ভারতের বাজারেও আসবে বলে আশা করা হচ্ছে, তবে ভারতীয় বাজারের জন্য এই ফোনের নাম কি হতে পারে তা এখনও নিশ্চিত নয়।

আগেই বলেছি, মোটোরোলার এই আসন্ন ফোনটিকে সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছে। এখান থেকে জানা গেছে, Motorola Moto Edge 30 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম পাওয়া গেছে। মনে করা হচ্ছে Motorola Moto Edge 30 Pro সম্প্রতি লঞ্চ হওয়া Motorola Moto Edge X30 স্মার্টফোনটির একটি উন্নত সংস্করণ হতে পারে।

motorola-moto-edge-30-pro
Motorola Moto Edge 30 Pro ভারত সহ বিশ্ব বাজারে শীঘ্রই লঞ্চ হচ্ছে, থাকবে এই বছরের সেরা সব ফিচার

প্রসঙ্গত, Motorola Moto Edge X30 স্মার্টফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ OLED ডিসপ্লে। এই ফোনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল (প্রাইমারি) + ৫০ মেগাপিক্সেল (আল্ট্রা ওয়াইড) + ২ মেগাপিক্সেল (ডেপথ) যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। ও ফোনের সামনে রয়েছে ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং এই ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউআই ৩.০ (MYUI 3.0) কাস্টম স্কিনে। Motorola Moto Edge X30 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং ফোনটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ বাজারে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Moto Edge X30 ফোনে দেওয়া হয়েছে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।