Apple লঞ্চ করলো নতুন অপারেটিং সিস্টেম iOS-14, আপনার ফোনে আপডেট আসবে কিনা জেনে নিন

Published on:

বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Apple গতকাল আয়োজন করেছিল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস প্রোগ্রাম। সেখানেই কোম্পানি iPhone ইউজারদের জন্য সুখবর দিল। এই ইভেন্টেই কোম্পানি তাদের নতুন অপারেটিং সিস্টেম iOS-14 এর ঘোষণা করেছে, যা এই বছরের শেষের দিকে আইফোনগুলিতে আসবে। এই অপারেটিং সিস্টেমটিতে কয়েকটি নতুন এবং প্রয়োজনীয় ফিচার্স থাকবে, এছাড়াও থাকবে কয়েকটি দরকারী অ্যাপ্লিকেশন-ও।

মনে করা হচ্ছে, iOS-14 আসার পর আইফোনগুলি নতুনত্ব ফিরে পাবে। তবে এখানে আসল প্রশ্ন হল আপনার আইফোনে এই নতুন ওএস সাপোর্ট করবে কিনা। আপনিও যদি এ প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন তাহলে বলবো iOS-14 এর আপডেট সমস্ত আইফোনে আসবে যেগুলিতে এখন iOs-13 চলছে।

iOS-14 কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে?

আপনাকে জানিয়ে রাখি, iOS-14 এর আপডেট মোট ১৬টি ডিভাইসে আসবে। যারমধ্যে 7th জেনারেশনের একটি আইপড টাচ মডেলও অন্তর্ভুক্ত রয়েছে। আসুন জেনে নিই কোন কোন ফোনে এই আপডেট পাওয়া যাবে।

১. iPhone 11,
২. iPhone 11 Pro,
৩. iPhone 11 Pro Max,
৪. iPhone XS,
৫. iPhone XS Max,
৬. iPhone XR,
৭. iPhone X,
৮. iPhone 8,
৯. iPhone 8 Plus,
১০. iPhone 7,
১১. iPhone 7 Plus,
১২. iPhone 6s,
১৩. iPhone 6s Plus,
১৪. iPhone SE (1st generation),
১৫. iPhone SE (2nd generation),
১৬. iPod touch (7th generation).

সঙ্গে থাকুন ➥