HomeTech NewsAudi India: 2021-এ ভারতে অডির ব্যবসা বৃদ্ধি 13 বছরে সর্বোচ্চ, 2020-এর চেয়ে...

Audi India: 2021-এ ভারতে অডির ব্যবসা বৃদ্ধি 13 বছরে সর্বোচ্চ, 2020-এর চেয়ে বিক্রি বাড়ল 101%

বিলাসবহুল গাড়ির চাহিদা যে ভারতে ক্রমশ বাড়ছে, তা প্রমাণ করল অডি (Audi)-র পেশ করা বিক্রির হিসেব৷ ২০২০-এর তুলনায় গত বছরে সংস্থার গাড়ি বিক্রি বেড়েছে ১০১ শতাংশ৷ তাৎপর্যপূর্ণ ভাবে ২০০৮-এর পর ২০২১-এ এখনও পর্যন্ত এ দেশে সর্বাধিক গাড়ি (৩,২৯৩টি) বিক্রি করেছে জার্মান সংস্থাটি। এ বছর ভারতে অডি’র যে ৯টি গাড়ি লঞ্চ হয়েছে, তা সংস্থার বিপুল ব্যবসা বৃদ্ধিতে সাহায্য করেছে বলে মত সংশ্লিষ্ট মহলের৷

গত বছর ভারতে লঞ্চ করা বিলাসবহুল গাড়ির মধ্যে বেশ কয়েকটি ছিল আবার বৈদ্যুতিক ভার্সনের গাড়ি। যেগুলি হল – Audi e-tron 50, e-tron 55, e-tron Sportback 55, e-tron GT এবং RS e-tron GT। এই সমস্ত মডেলগুলি বিদেশে তৈরি করে এ দেশে সীমিত সংখ্যায় আমদানি করা হয়েছে৷

পেট্রোল চালিত গাড়ির মধ্যে গত বছর সবার প্রথমে A4 মডেলটি নিয়ে এসেছিল অডি (Audi), যেখানে এর সর্বশেষ মডেলটি ছিল Q5। সংস্থার দাবি, জীবাশ্ম জ্বালানি এবং বিদ্যুৎ চালিত উভয় যানবাহনের চাহিদাই এদেশে তাৎপর্যপূর্ণভাবে বেশি। এছাড়াও সংস্থার পারফরম্যান্স মডেল যেমন RS Q8 ও RS 7 বাদে Q8, A8 L, A6 – এই মডেলগুলিরও যথেষ্ট চাহিদা রয়েছে বলে জানিয়েছে অডি ইন্ডিয়া (Audi India)।

এই প্রসঙ্গে অডি ইন্ডিয়া (Audi India)-র প্রধান বলবির সিং ধিলন (Balbir Singh Dhillon) বলেছেন, “দুর্ভাগ্যজনক মহামারীর দ্বিতীয় তরঙ্গ, সেমিকন্ডাক্টর চিপের অপ্রতুলতা, পণ্যের দাম, আমদানির চ্যালেঞ্জ ইত্যাদি প্রতিবন্ধকতা সত্ত্বেও ২০২১-এর পারফরম্যান্সে আমরা ভীষণ খুশি।” তিনি যোগ করেছেন, “বর্তমানে আমরাই একমাত্র ব্র্যান্ড, যাদের পাঁচটি ইলেকট্রিক গাড়ি রয়েছে। Audi Q8, A4, A6 এবং RS মডেলগুলি তাদের জোরদার পারফরম্যান্স দিয়ে চলেছে এবং ২০২২ শুরু হতেই আমাদের কাছে ভালো অর্ডার আসছে।”

RELATED ARTICLES

Most Popular