ভারতের বাজার নিয়ে প্রত্যয়ী BMW, বিক্রি হওয়া গাড়ির 10% বৈদ্যুতিক হওয়ার আশা

Avatar

Published on:

জার্মান বহুজাতিক সংস্থা বিএমডব্লিউ গোষ্ঠী গতকাল ভারতের বাজারে তাদের তৃতীয় বৈদ্যুতিক গাড়ি BMW i4 লঞ্চ করেছে। এর মূল্য ৬৯.৯০ লক্ষ টাকা রাখা হয়েছে (এক্স-শোরুম)। এদিকে নতুন গাড়ি লঞ্চের পরেই সংস্থার মুখে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবসার প্রসঙ্গে ইতিবাচক কথা শোনা গেল। সংস্থার অনুমান, আগামী বছর এদেশে তাদের বিক্রি হওয়া গাড়ির ১০ শতাংশ হবে বৈদ্যুতিক।

উল্লেখ্য, এর আগে ভারতে ব্যাটারি চালিত iX এসইউভি এবং সম্পূর্ণ ইলেকট্রিক MINI SE লাক্সারি হ্যাচব্যাক নিয়ে এসেছে বিএমডব্লিউ। এই প্রসঙ্গে সংস্থার ভারতীয় গোষ্ঠীর সভাপতি এবং সিইও বিক্রম পাভা বলেন, “ এদেশে iX ও MINI SE (ইলেকট্রিক) লঞ্চ করার পর সেগুলির চাহিদা বেড়ে আমাদের গাড়ি বিক্রির ৫% হয়েছে। যা খুবই আশাজনক।”

পাভা যোগ করেন, “i4 লঞ্চের মাধ্যমে আমাদের অনুমান আগামী বছরের মধ্যে সংস্থার বিক্রি হওয়া গাড়ির ১০% হবে ইলেকট্রিক ।” এদিকে এ বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ, ভারতে বিএমডব্লিউ গোষ্ঠীর ব্যবসায় রেকর্ড লক্ষ্মী লাভ হয়েছে। চারচাকা গাড়ির বিক্রি ২৫.৩% বেড়ে দাঁড়িয়েছে ২,৮১৫-তে। যেখানে ২০২১-এর সমগ্র বছরে মোট ৮,৮৭৬টি গাড়ি বেচেছিল সংস্থাটি।

গত ১০ বছর ধরে আন্তর্জাতিক বৈদ্যুতিক গাড়ির বাজারে অগ্রগামী ভূমিকা পালন করে আসছে বিএমডব্লিউ। সেটি জারি রাখাই সংস্থার লক্ষ্য। প্রসঙ্গত, BMW i4 বিদেশের বাজারে তৈরি হয়ে এদেশে বিক্রি করা হবে। এতে উপস্থিত পঞ্চম প্রজন্মের BMW eDrive প্রযুক্তি যার সাথে রয়েছে ইন্টিগ্রেটেড ড্রাইভ ইউনিট। যাকে শক্তি জোগায় ইলেকট্রিক মোটর, সিঙ্গেল স্পিড ট্রান্সমিশন এবং পাওয়ার ইলেকট্রনিক্স। গাড়িটি ঘন্টায় ০-১০০ কিমি গতিবেগ মাত্র ৫.৭ সেকেন্ডে তুলতে সক্ষম। ৮০.৭ কিলোওয়াট আওয়ার ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ এসেছে এটি। দেশের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়িগুলির মধ্যে রেঞ্জ সবচেয়ে বেশি। প্রায় ৫৯০ কিমি।

সঙ্গে থাকুন ➥