HomeTech NewsBSNL-এর 4G পরিষেবা শীঘ্রই চালু হবে, বসানো হবে সস্তা Monopole নেটওয়ার্ক

BSNL-এর 4G পরিষেবা শীঘ্রই চালু হবে, বসানো হবে সস্তা Monopole নেটওয়ার্ক

উন্নত 4G পরিষেবা প্রদানের জন্য সাশ্রয়ী Monopole টাওয়ার ব্যবহার করবে BSNL

চলতি বছরে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL সারা দেশে তাদের নিজস্ব 4G পরিষেবা লঞ্চ করতে চলেছে। এক্ষেত্রে Reliance Jio, Airtel কিংবা Vi -এর মতো বেসরকারি টেলিকম অপারেটরদের থেকে ঢের পিছিয়ে থাকলেও অবশেষে সংস্থাটি সাফল্যের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে। দেশ জুড়ে 4G নেটওয়ার্কের জাল বিছিয়ে দিতে BSNL প্রযুক্তিগত সহায়ক হিসেবে পাশে পেয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা TCS -কে। উভয় সংস্থা মিলেই বর্তমানে চেষ্টা চালাচ্ছে যাতে খুব দ্রুত তারা দেশীয় প্রযুক্তি নির্ভর 4G পরিষেবা লঞ্চে সমর্থ হয়। সেক্ষেত্রে এই প্রথম TCS টেলিকম ইক্যুইপমেন্ট প্রস্তুতির ব্যবসায় অবতীর্ণ হয়েছে।

উন্নত 4G পরিষেবা প্রদানের জন্য সাশ্রয়ী Monopole টাওয়ার ব্যবহার করবে BSNL

বিএসএনএলের কনজিউমার মোবিলিটি ডিরেক্টর সুশীল কুমার মিশ্র একটি বিবৃতি মারফত জানিয়েছেন যে, গ্রাহকদের উন্নত 4G পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা স্মার্ট টাওয়ারের বদলে, মোনোপোল টাওয়ার ব্যবহার করতে চলেছেন। মোনোপোল টাওয়ার স্থাপন অপেক্ষাকৃত সাশ্রয়ী হওয়ায় রাষ্ট্রায়ত্ত বিএসএনএল এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মিশ্রের বক্তব্য।

সারা দেশে মোট ১ লক্ষ টেলিকম টাওয়ার স্থাপন করবে BSNL

বিএসএনএলের পদাধিকারী সুশীল কুমার মিশ্রের আরো দাবী যে 4G নেটওয়ার্ক লঞ্চের প্রয়োজনে তাদের সংস্থা দেশব্যাপী মোট ১ লক্ষ টাওয়ার স্থাপন করবে। এর মধ্যে বিহারেই বসবে প্রায় ৪,০০০ টাওয়ার।

মিশ্র আরো জানিয়েছেন, আগামীদিনে মুম্বই ও দিল্লিতে বসবাসকারী গ্রাহকেরা বিএসএনএলের 4G পরিষেবা ব্যাবহার করতে পারবেন। সেক্ষেত্রে চলতি বছরেই তারা আলোচ্য পরিষেবার আস্বাদ পাবেন।

কবে নাগাদ বিএসএনএল তাদের 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারে সেই প্রশ্নের উত্তরে মিশ্রের বক্তব্য, স্বাধীনতা দিবসকে সামনে রেখে চলতি বছরেই তারা 4G নেটওয়ার্ক প্রকাশ্যে আনবেন। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও কিছুদিন আগে জানান যে সরকারি সহায়তায় আগস্টের (২০২২) মাঝামাঝি BSNL তাদের বহুকাঙ্ক্ষিত 4G পরিষেবা লঞ্চ করবে।

প্রসঙ্গত বলে রাখা দরকার, বর্তমানে কেন্দ্রীয় সংস্থা সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সি-ডট (C-DoT) এবং টিসিএস’কে (TCS) সঙ্গে নিয়ে বিএসএনএল 4G ট্রায়ালের কাজ চালিয়ে যাচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসেই সংস্থাটি এই ট্রায়াল সংক্রান্ত কাজ শেষ করতে পারে বলে শোনা গিয়েছে। এক্ষেত্রে সফল হলে আগামী এপ্রিল মাসে বিএসএনএল 4G ইক্যুইপমেন্টের জন্য অর্ডার করতে পারবে যা রাষ্ট্রায়ত্ত সংস্থাটিকে খুব শীঘ্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 4G নেটওয়ার্ক লঞ্চে সহায়তা করবে।

RELATED ARTICLES

Most Popular