HomeTech Newsএক রিচার্জে ৪৫৫ দিন রোজ ৩ জিবি ডেটা ও কল, BSNL-এর এই...

এক রিচার্জে ৪৫৫ দিন রোজ ৩ জিবি ডেটা ও কল, BSNL-এর এই প্ল্যানে প্রতিদিন খরচ মাত্র ৬.৫০ টাকা

দৈনিক ৬.৫৯ টাকা খরচ করলেই ৪৫৫ দিনের মেয়াদে পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি করে ডেটা! BSNL-এর নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন

গত বছরের শেষের দিকে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম ২০%-২৫% বাড়ানো সত্ত্বেও, এই চরম মূল্যবৃদ্ধির বাজারে গ্রাহকদের সুবিধার্থে সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল) কোনো প্ল্যানের দাম না বাড়িয়ে ক্রমাগত একের পর এক সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান মার্কেটে নিয়ে হাজির হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তার ব্যবহারকারীদের জন্য ২৯৯ টাকার এবং ২৯৯৯ টাকার দুটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। উভয় প্ল্যানই সমস্ত সার্কেলের জন্য চালু করা হচ্ছে, এবং ১ ফেব্রুয়ারি, ২০২২ থেকে ইউজাররা এই প্ল্যান দুটি রিচার্জ করতে পারবেন। তাহলে চলুন, BSNL-এর নতুন প্ল্যান দুটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

BSNL-এর ২৯৯৯ টাকার প্ল্যান

বিএসএনএল-এর এই প্ল্যানটির এমনিতে মেয়াদ ৩৬৫ দিন, কিন্তু ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত প্রোমোশনাল অফারের অধীনে ব্যবহারকারীরা এই প্ল্যানে ৯০ দিনের অতিরিক্ত বৈধতা পাবেন। অর্থাৎ বিএসএনএল-এর ২৯৯৯ টাকার প্ল্যানে মোট ৪৫৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তাই যে সকল ইউজাররা দীর্ঘমেয়াদী প্ল্যানের সন্ধান করছেন, তাদের জন্য এটি এককথায় আদর্শ।

এছাড়াও এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা এবং রোজ ১০০ টি করে এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে ৮০ কেবিপিএস হয়ে যাবে। অর্থাৎ, প্রতিদিন মাত্র ৬.৫৯ টাকা (প্রায়) খরচ করলেই ৩ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা! নিঃসন্দেহে বলা বাহুল্য যে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি কর্তৃক প্রদত্ত দৈনিক ৩ জিবি ডেটা প্ল্যানগুলির তুলনায় এই প্ল্যানটির দাম অনেকটাই কম।

BSNL-এর ২৯৯ টাকার প্ল্যান

বিএসএনএল-এর এই রিচার্জ প্ল্যানটিতে উপরিউক্ত ২৯৯৯ টাকার প্ল্যানের সবকটি সুবিধাই মিলবে; শুধু পার্থক্য কেবল একটাই, এই প্ল্যানে ব্যবহারকারীরা ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন। স্পষ্টতই বলা যায় যে, নতুন বছরে ইউজারদের খুশি করতে বিএসএনএল তাদের সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের পোর্টফলিওতে আরও দুটি অত্যন্ত সস্তা এবং কার্যকর প্ল্যানকে অন্তর্ভুক্ত করল।

RELATED ARTICLES

Most Popular