HomeTech NewsBSNL 299, 2999: রোজ ৩ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, বিএসএনএল আনল...

BSNL 299, 2999: রোজ ৩ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, বিএসএনএল আনল নয়া প্ল্যান

BSNL আনল ২৯৯ টাকা, ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান, অধিক সুবিধা পাওয়া যাবে ২৩৯৯ টাকার প্ল্যানে

গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ নতুন দুটি প্রিপেইড প্ল্যান বাজারে আনলো বিএসএনএল (BSNL)। এগুলি রিচার্জ করলে রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্রাহকেরা দৈনিক অধিক ডেটা চাহিদা মেটানোর পাশাপাশি বেসরকারি টেলকোগুলির তুলনায় অপেক্ষাকৃত সস্তা দামে অন্যান্য টেলিকম পরিষেবা উপভোগের সুযোগ পাবেন। এদের মধ্যে যে প্রিপেইড প্ল্যান স্বল্পমেয়াদী ভ্যালিডিটির সঙ্গে এসেছে তার মূল্য ২৯৯ টাকা। এছাড়া অপর প্ল্যানটি ২,৯৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ, যা দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের পরিষেবা মেয়াদ প্রদান করবে।

উল্লেখ্য, উপরোক্ত নতুন প্ল্যানদুটি ছাড়া BSNL তাদের ২,৩৯৯ টাকার বিনিময়ে উপলব্ধ প্রিপেইড প্ল্যানের অফারেও কিছু বদল এনেছে। এর ফলে দীর্ঘমেয়াদী এই প্ল্যান বর্তমানে গ্রাহকদের আরো বেশি সুবিধা প্রদান করবে। ফলে BSNL -এর ঐতিহ্যবাহী 3G নেটওয়ার্কের অধীনে পরিষেবা উপভোগ করতে চাইলে নয়া রিচার্জ বিকল্পদুটির পাশাপাশি ২,৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান বেছে নেওয়া যেতে পারে।

২,৯৯৯ টাকার নয়া BSNL প্রিপেইড প্ল্যান

২,৯৯৯ টাকার প্ল্যান বিএসএনএল গ্রাহকদের দীর্ঘমেয়াদী ভ্যালিডিটির সঙ্গে পরিষেবা উপভোগের সুবিধা দেবে। এমনিতে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ আগত হলেও আগামী ৩১শে মার্চ (২০২২) পর্যন্ত কার্যকর প্রোমোশনাল অফারের আওতায় রিচার্জ করলে ২,৯৯৯ টাকার প্ল্যান ৯০ দিনের বাড়তি বৈধতা প্রদান করবে। অর্থাৎ সেক্ষেত্রে এই প্ল্যানের সম্পূর্ণ বৈধতা এখন ৪৫৫ দিন!

এছাড়া ২,৯৯৯ টাকার প্ল্যান ভাউচার রিচার্জের বিনিময়ে বিএসএনএল গ্রাহকেরা দৈনিক ৩ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচ ছাড়াও যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার ছাড়পত্র পেয়ে যাবেন। উল্লেখ্য, দিনে বরাদ্দ ডেটা খরচের পর এই প্ল্যানের আওতায় গ্রাহকেরা ৮০ কেবিপিএস (Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

২৯৯ টাকার নয়া BSNL প্রিপেইড প্ল্যান

৩০ দিনের পরিষেবা মেয়াদ সহ উপলব্ধ ২৯৯ টাকার বিএসএনএল প্ল্যান পূর্বোক্ত প্ল্যানের সমজাতীয় সুবিধা প্রদান করবে। অর্থাৎ এটি রিচার্জ করলেও গ্রাহকেরা দৈনিক ৩ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ পাবেন। স্বল্পমেয়াদী পরিষেবা ব্যবহারে আগ্রহীদের জন্য ২৯৯ টাকার এই প্ল্যান বেশ লাভজনক হতে পারে বলে আমাদের ধারণা।

২,৩৯৯ টাকার পরিবর্তিত BSNL প্রিপেইড প্ল্যান

বিএসএনএলের সদ্য পরিবর্তিত ২,৩৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচ ছাড়াও যেকোনো নেটওয়ার্কে অফুরন্ত ভয়েস কল করার সুবিধা পেয়ে যাবেন। সাথে এটি Eros Now কনটেন্ট অ্যাক্সেসের ছাড় দেবে যা বিশেষ উল্লেখযোগ্য। সাধারণত ৩৬৫ দিনের ভ্যালিডিটি প্রদান করলেও বর্তমানে এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা বাড়তি হিসেবে আরো ৬০ দিনের বৈধতা পাবেন। অবশ্য সেজন্য আগামী ৩১শে মার্চের (২০২২) মধ্যে প্রোমোশনাল অফারের আওতায় প্ল্যানটি রিচার্জ করতে হবে।

RELATED ARTICLES

Most Popular