HomeTech News২৫ হাজার টাকার কমে ৪৩ ইঞ্চি টিভি, ধামাকা অফার অ্যামাজন রিপাবলিক ডে...

২৫ হাজার টাকার কমে ৪৩ ইঞ্চি টিভি, ধামাকা অফার অ্যামাজন রিপাবলিক ডে সেলে

ভারতে এখন দ্রুত বাড়ছে Smart TV-র চাহিদা। OnePlus, Vu, Samsung, Onida এর মত ব্র্যান্ড এখন বাজারে একাধিক স্মার্ট টিভি নিয়ে হাজির হচ্ছে। আপনিও যদি বাড়ির পুরানো টিভি বদলে কোনো স্মার্ট টিভি কেনার কথা ভাবেন তাহলে অ্যামাজনের Republic Day Sale আপনাকে ইচ্ছা পূরণের সুযোগ দিচ্ছে। এই সেলে জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট টিভি অনেকটাই সস্তায় কেনা যাবে। আসুন দেখে নিই এই সেলে কোন টিভি কত ছাড়ে পাওয়া যাচ্ছে।

Vu 43-inch Full HD Android LED TV

Vu এর স্মার্ট টিভিতে আছে ফুল এইচডি প্লাস আলট্রা ডিসপ্লে। অ্যামাজন রিপাবলিক ডে সেলে এই টিভির ওপর ৭,০০০ টাকা ডিসকাউন্ট মিলছে। যারপরে এর দাম হবে ২৩,৯৯৯ টাকা।

OnePlus Y Series 32-inch TV

ওয়ানপ্লাস ওয়াই সিরিজের ৩২ ইঞ্চি এই টিভিটি অ্যামাজন সেলে ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এর ওপর ৫,৫০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Samsung 32-inch HD Ready LED Smart TV

স্যামসাংয়ের এই ৩২ ইঞ্চি টিভিটির ওপর ৩,৬১০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যার পরে এর দাম হবে ১৬,২৯০ টাকা।

Onida 43-inch Fire TV Edition

ওনিডা-র ৪৩ ইঞ্চি এই টিভিটি ৭,৯৯১ টাকা ছাড়ে ২১,৯৯৯ টাকায় কেনা যাবে। এখানে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে।

Sanyo 43-inch Kaizen Series 

৪৩ ইঞ্চি এই টিভিটি অ্যামাজন রিপাবলিক ডে সেলে ২১,৯৯৯ টাকায় কেনা যাবে। এর ওপর ১২,৯৯১ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular