HomeTech Newsবিনামূল্যে ১০০ এর বেশি TV চ্যানেল অফার করছে প্রসার ভারতী

বিনামূল্যে ১০০ এর বেশি TV চ্যানেল অফার করছে প্রসার ভারতী

ভারতের সরকারি সম্প্রচার সংস্থা দূরদর্শন ২০০৪ সালে DD Direct+ নামে ডাইরেক্ট-টু-হোম পরিষেবা চালু করেছিল। ২০১৩-তে সেটিই নাম পরিবর্তন করে DD Free Dish নামে পরিচিত হয়। সম্প্রতি ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতী জানিয়েছে, এখন DD Free Dish গ্রাহকরা ১০০-র বেশি চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবে।

প্রসার ভারতীর তরফে বলা হয়েছে, এই ফ্রি চ্যানেলগুলির মধ্যে আঞ্চলিক, সাধারণ বিনোদন চ্যানেল, সিনেমা, সঙ্গীত, খবর ইত্যাদি বিভিন্ন ধরনের চ্যানেল থাকবে। সুতরাং বিভিন্ন গ্রাহক তাঁদের চাহিদা মতো কোন না কোন চ্যানেল পেয়ে যাবেন একদম বিনামূল্যে। সাম্প্রতিক কালে প্রসার ভারতী তাদের প্ল্যাটফর্মে বিভিন্ন কোম্পানির থেকে ই-অকশনের জন্য আবেদনপত্র আহ্বান করেছিল। TelecomTalk-এর রিপোর্ট অনুযায়ী আগস্টের শেষ দিকে DD Free Dish-এ আরও নতুন তিনটি চ্যানেল যোগ হয়েছে- ANB News, Aryan TV National এবং News India 24×7।

DD Free Dish ফ্রি চ্যানেল

DD Free Dish এর ফ্রি চ্যানেলগুলি বিভিন্ন ভাগে বিভক্ত। এরমধ্যে সাধারণ বিনোদন চ্যানেলগুলি হল, ডিডি ন্যাশনাল, ডিডি ভারতী, ডিডি উর্দু, ডিডি কিসান, ডিডি রেট্রো, দঙ্গল, বিগ ম্যাজিক, ABZY COOL, শেমারু টিভি, সোনি পল, স্টার উৎসব, কালার্স ইনফিনিটি ও জি অনমোল।

সিনেমার মধ্যে পাওয়া যাবে মুভি প্লাস, মহা মুভিস্, B4U মুভিস্, মনোরঞ্জন টিভি, B4U কড়ক, ABZY মুভিস্, এন্টার10, সূর্য সিনেমা, ঢিনচ্যাক, রিস্তে সিনেপ্লেক্স, ZEE অনমোল সিনেমা, ABZY ধড়ক। এই চ্যানেলগুলিতে হিন্দিতে কনটেন্ট দেখা যাবে।

কিছু ফ্রি গানের চ্যানেলও আছে যেমন- B4U মিউজিক, জিং, এমটিভি বিটস্, মস্তি এবং 9XM। এছাড়া DD Free Dish-এ ২৬টি খবরের চ্যানেলও সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। ফ্রি নিউজ চ্যানেলের মধ্যে আছে- ডিডি নিউজ, লোকসভা টিভি, রাজ্যসভা টিভি, ডিডি ইন্ডিয়া, এনডিটিভি ইন্ডিয়া, জি নিউজ, রিপাবলিক টিভি ভারত, এবিপি নিউজ, তেজ, আজ তক, নিউজ ১৮ ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি, নিউজ ২৪, জি হিন্দুস্থান, নিউজ নেশন, সময়, TV9 ভারতবর্ষ, সুদর্শন নিউজ, ইন্ডিয়া নিউজ, নিউজ স্টেট ইউপি/ইউকে, ইন্ডিয়া নিউজ রাজস্থান, ভিআইপি নিউজ, লাইভ টুডে, এএনবি নিউজ, নিউজ ইন্ডিয়া ২৪×৭ এবং আরয়ান টিভি ন্যাশনাল।

খেলার চ্যানেল একটিই আছে- ডিডি স্পোর্টস্। আঞ্চলিক চ্যানেলের মধ্যে ২৩ টি ফ্রি চ্যানেল আছে। এই চ্যানেলগুলি হল- ডিডি ওড়িয়া, ডিডি রাজস্থান, ডিডি পোঢ়িগাই, ডিডি পাঞ্জাবি, ডিডি ইয়াদাগিরি, ডিডি সহ্যাদ্রি, ডিডি মালয়ালম, ডিডি বিহার, ডিডি ইউপি, ডিডি নর্থ-ইস্ট, ডিডি সপ্তগিরি, ডিডি এমপি, ডিডি অরুণপ্রভা, ডিডি বাংলা, ডিডি চন্দনা, ডিডি গিরনার, ডিডি কাশির, মনোরঞ্জন মুভিজ, ফকত মারাঠি, জি পাঞ্জাবি, শেমারু মারাঠিবানা, মহা পাঞ্জাবি এবং চারদিকলা টাইম টিভি। তাছাড়া DD Free Dish-এ ভোজপুরি, আধ্যাত্মিক, ডিডি রাজ্য চ্যানেল এবং বিটিভি ও কেবিএস-এর মতো বিদেশী চ্যানেলও আছে।

RELATED ARTICLES

আরও পড়ুন