Skoda Enyaq: স্কোডা-র প্রথম বৈদ্যুতিক গাড়ি পা রাখছে ভারতে, এক চার্জে চলবে 500 কিমির বেশি

Published on:

ভারতে বৈদ্যুতিক গাড়ির জগতে এবার এক নতুন নামের অবির্ভাব৷ পেট্রোল চালিত গাড়ি তৈরির জন্য প্রসিদ্ধ স্কোডা (Skoda) আগামী বছর ভারতে তাদের প্রথম বিদ্যুতে চলা গাড়ি লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে৷ সেই বৈদ্যুতিক গাড়িটির দাম Enyaq৷ সিবিইউ (কমপ্লিটলি বিল্ট আপ) বা তৈরি করা গাড়ি হিসেবে সেটি ভারতে নিয়ে আসবে স্কোডা৷ অর্থাৎ Skoda Enyaq বিলাসবহুল গাড়ির তালিকায় পড়ছে৷ দামও হবে বেশ চড়া৷

Skoda Enyaq ইতিমধ্যেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে৷ এটি সংস্থার প্রথম ব্যাটারিচালিত গাড়ি৷ Enyaq লঞ্চের মাধ্যমে এ দেশের প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ির বাজারে BMW এবং Audi-র অংশীদারিত্বে ভাগ বসাতে চায় তারা৷ Skoda Enyaq-এর ফ্রন্ট গ্রিল ১৩০টি এলইডি লাইট দিয়ে সজ্জিত৷ গাড়িটি স্পোর্টি ডিজাইনের এসইউভি ক্যাটাগরিতে পড়ে৷

Skoda Enyaq আকার-আয়তনে ৪,৬৪৯ মিমি লম্বা, ১,৮৭৯ মিমি চওড়া এবং ১,৬১৬ মিমি লম্বা৷ স্কোডা’র চেক রিপাবলিকের কারখানায় গাড়িটি তৈরি করে বিভিন্ন দেশে সরবরাহ করা চলছে৷ Enya বলে একটি আইরিশ শব্দ থেকে Enyaq-এর জন্ম৷ যার বুৎপত্তিগত অর্থ ‘সোর্স অফ লাইফ’ বা জীবনের উৎস৷

Volswagen Group-এর MEB মডিউলার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে Skoda Enyaq গঠিত৷ এটি একাধিক ব্যাটারি অপশনে কেনার বিকল্প রয়েছে৷ যেমন গাড়িটির ৫৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ফুল চার্জে ৩৪০ কিলোমিটার একটানা চলার শক্তি যোগায়৷ আবার এর থেকেও বেশি ক্ষমতার ৬২ কিলোওয়াট আওয়ার ব্যাটারির রেঞ্জ ৩৯০ কিলোমিটার৷ আর সবচেয়ে হাই-এন্ড মডেলে রয়েছে ৮২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি৷ যা এক চার্জে ৫১০ কিলোমিটার সফর করার শক্তি সরবরাহ করে৷

সঙ্গে থাকুন ➥