Home৭ হাজার টাকায় ৩২ ইঞ্চি টিভি, শুরু হল ফ্লিপকার্ট টিভি ডেজ সেল

৭ হাজার টাকায় ৩২ ইঞ্চি টিভি, শুরু হল ফ্লিপকার্ট টিভি ডেজ সেল

ই-কমার্স সাইট Flipkart এ শুরু হচ্ছে Flipkart TV Days সেল। এই সেলে বিভিন্ন কোম্পানির টিভির উপরে অফার দেওয়া হচ্ছে। এই সেলে বেশ কিছু নতুন টিভি ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে। এছাড়াও মিলবে নো-কস্ট ইএমআই, ফ্রি ইনস্টলেশন, ৩ বছরের সম্পূর্ণ টিভি সুরক্ষার মতো অফার। ফ্লিপকার্ট টিভি ডেজ সেল ৮ জুন থেকে শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। আসুন জেনে নিই Flipkart TV Days সেলের অফার সম্পর্কে।

৩২ ইঞ্চি টিভির উপর অফার :

এই সেলে Thomson, LG, Sony প্রভৃতি ব্র্যান্ডের ৩২ ইঞ্চি টিভির উপর আকর্ষণীয় অফার পাবেন। কেবল ৬,৯৯৯ টাকা থেকে কিনতে পারবেন থমসনের ৩২ ইঞ্চির এই টিভিগুলি। এখানে নো কস্ট ইএমআই অফার ও উপলব্ধ।

৪৩ ইঞ্চি টিভির উপর অফার :

এই সেলে ভু, কোডাক, এলজি, সানসুই এর ৪৩ ইঞ্চি টিভিগুলি ডিসকাউন্টের সাথে কিনতে পারবেন। যেমন কোডাকের ৪৩ ইঞ্চি আলট্রা এইচডি ৪কে টিভি পাবেন মাত্র ১৭,৯৯৯ টাকায়।

৫০ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি টিভির উপর অফার :

ফ্লিপকার্ট টিভি ডেজ সেলে ৫০ ইঞ্চ ও ৫৫ ইঞ্চির টিভি ও আপনি কম দামে কিনতে পারবেন। এই সেলে iFFALCON ৫০ ইঞ্চি আলট্রা এইচডি টিভি কিনতে পারবেন ২৪,৯৯৯ টাকায়। এছাড়াও মোটোরোলা, এলজি, ভু প্রভৃতি ব্র্যান্ডের টিভির উপর আকর্ষণীয় ছাড় ও নো কস্ট ইএমআই অফার পাওয়া যাবে।

RELATED ARTICLES

Most Popular